৫৪৩ দিন পর পড়তে এসে পিকনিকের আমেজ
জহুরা প্রিতু
করোনার কারণে ঘরে বন্দী — একদিন-দুদিন নয়, গুণে গুণে ৫৪৩ দিন। দেখা নেই বন্ধুদের সঙ্গে। সামনাসামনি শেষ কি নিয়ে কথা হয়েছিল, তাও মনে নেই। তাই, ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে ফিরতে পারার কথা জানার পর থেকেই গত কয়েক দিন ধরেই প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা।
প্রায় ১৮ মাস পর শ্রেণিকক্ষে ফেরা শিক্ষার্থীদের হতাশ হতে হয়নি। স্কুল-কলেজ-মাদ্রাসায় ছিল উৎসবমুখর পরিবেশ। নানা রঙের বেলুন আর পোষ্টারে বরণ করে নেওয়া হয় তাদের। কোনও কোনও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় ফুল দিয়ে, আবার কোনটিতে দেওয়া হয় চকলেট।
রোববার সকালে শ্রেণিকক্ষে ফিরে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। যদিও ভাইরাসের ভয়ে বদলে যাওয়া জীবনে নতুনভাবে মিশতে শিখতে হচ্ছে তাদের।
সন্তানদের শ্রেণিকক্ষে পৌঁছে দিতে পেরে অভিভাবকদেরও আনন্দের শেষ নেই।
শিক্ষার্থীদের অন্যরকম ফিরে আসা উদযাপনে রাজধানীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এদিন ছিল পিকনিকের আমেজ। পড়ার বাইরে শিক্ষার্থীদের দেওয়া হয় নাচ-গান আর খেলার সুযোগ। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে আসার দিনটিতে উচ্ছ্বাস দেখা গেছে শিক্ষকদের মাঝেও।
রাজধানীর লালমাটিয়ার কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (সিআইএসডি)-এর উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে আসার দিনটি যাতে আনন্দের হয়, সেজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়। আর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কোন ছাড় দেওয়া হয়নি বলে জানান, অধ্যক্ষ আয়শা শরমিন চৌধুরী।
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার সুযোগ দেওয়া হয়েছে।