৪০০ পেরিয়ে লিড নিল বাংলাদেশ
সাদাকালো নিউজ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে বাংলাদেশের দলীয় স্কোর ইতিমধ্যে ৪০০ পেরিয়েছে। আর তাতেই লিড নিল টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ৪১৫ রান সংগ্রহ করেছে স্বগতিকরা। ফলে লিড দাঁড়িয়েছে ১৮ রানে।
এখন ৯০ রানে মুশফিক এবং ২৩ রানে সাকিব অপরাজিত রয়েছেন।
এর আগে সফররত শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনশেষে বাংলাদেশ করেছিল ৩ উইকেটে ৩১৮ রান। ওই দিন ৫৩ রানে মুশফিক ও ৫৪ রানে লিটন অপরাজিত ছিলেন। প্রথম সেশন শেষে এখনও এদিন কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে।
লিটন-মুশফিক দুজনই ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু সেঞ্চুরির কাছাকাছি এসেও সেটা পূরণ করতে পারেননি লিটন। লাঞ্চ বিরতি থেকে ফিরে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। আউট হওয়ার আগে করেন ৮৮ রান। ১৮৯ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চারে সাজানো।
লিটন আউট হওয়ার পর আবারও ব্যাট করতে আসেন রিটায়ার্ড হার্ডে মাঠ ছাড়া টাইগার ওপেনার তামিম ইকবাল খান। কিন্তু সুবিধা করতে পারেননি তিনিও। ক্রিজে নেমে প্রথম বলেই বোল্ড হন তামিম। তার ব্যাট থেকে এসেছে ১৩৩ রান।