২৭ বছর মিষ্টি খাননি জন আব্রাহাম!
নাফিজা আক্তার
বলিউড অভিনেতা জন আব্রাহামের ছবি মানেই অ্যাকশন এবং থ্রিলারধর্মী। যদিও তিনি বেশকিছু কমেডি ছবিত্রে অভিনয় করেছেন। সেই ছবিগুলোও বক্স অফিসে দারুন ব্যবসা করেছে।
সম্প্রতি বলিউডের তারকা অভিনেত্রী শিল্পা শেঠির নতুন রিয়েলিটি শো ‘শেপ অব ইউ’-তে হাজির হয়ে নিজের ফিটনেসের গোপন রহস্য প্রকাশ করেছেন অ্যাকশন হিরো জন আব্রাহাম। কেননা এই শো-তে তারকাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে আলোচনা করা হয়।
এই অভিনেতার মতে, ধূমপান করার থেকে মিষ্টি খাওয়া শরীরের দিক থেকে অনেক বেশি ক্ষতিকারক। পাশাপাশি এই অভিনেতা জানান, গেল ১৭-১৮ বছরে মাত্র ৩ দিন ছুটি কাটিয়েছেন তিনি!
শিল্পা শেঠির এই শোয়ে ‘ট্রু অর ফলস’ নামের একটি প্রশ্নত্তোর পর্ব রয়েছে। সেখানে জন জানান, তার প্রিয় মিষ্টির তালিকায় উপরের দিকে আছে কাজু কাটলি। কিন্তু ফিটনেসের প্রতি অধিক সতর্ক এই নায়ক গত ২৭ বছর কাজু কাটলি মুখে তোলেননি।
এছাড়াও সেই পর্বে জন বলেন, তার ফোনে সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপ নেই, তিনি সেসব ব্যবহারও করেন না। এমনকি হোয়াটস অ্যাপ থেকেও দূরে থাকেন এই অভিনেতা।
এরপরেই দর্শকদের উদ্দেশ্যে জন বলেন, কোনও রকম ঠাণ্ডা পানীয়ও খাই না আমি। অন্যদেরও এসব বর্জন করার আহ্বান জানান ‘ফোর্স’ খ্যাত নায়ক।