১ পাউন্ডে সিলিকন ভ্যালি ব্যাংক কিনছে এইচএসবিসি
সাদাকালো নিউজ
মাত্র ১ পাউন্ডে সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) যুক্তরাজ্য শাখা কিনে নিচ্ছে লন্ডনভিত্তিক এইচএসবিসি। ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট জানান, সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বিওই এ অধিগ্রহণ প্রক্রিয়ায় সহায়তা করেছে। খবর বিবিসি ও রয়টার্স।
ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) জানায়, যুক্তরাজ্যের পুরো ব্যাংকিং ব্যবস্থা নিরাপদ ও মজবুত আছে এবং নগদ অর্থপ্রবাহ স্থিতিশীল রয়েছে। এসভিবি ইউকেতে গ্রাহকদের আমানত নিরাপদ রয়েছে। অন্যান্য ব্যাংকিং সেবাও স্বাভাবিক চলবে বলে সরকারের তরফ থেকে আশ্বস্থ করা হয়।
জেরেমি হান্ট বলেন, ইউরোপের বৃহত্তম ব্যাংক এইচএসবিসি। এর শক্তি, সক্ষমতা ও নিরাপত্তায় এসভিবি ইউকের গ্রাহকরা আস্থা রাখতে পারে।
মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ১০ মার্চ নাগাদ এসভিবি ইউকের ঋণ রয়েছে ৫৫০ কোটি পাউন্ড। এছাড়া সঞ্চয় রয়েছে ৬৭০ কোটি পাউন্ড।
প্রযুক্তি কোম্পানিগুলোকে ঋণের জন্য বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ছিল এসভিবি। সিএনএন বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভেঞ্চার-ক্যাপিটাল সমর্থিত অর্ধেকের বেশি প্রযুক্তি ও স্বাস্থ্য সেবা কোম্পানি এ ব্যাংকের ঋণ নিয়েছে। তবে সিলিকন ভ্যালির বাইরে তেমন পরিচিতি ছিল না ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ব্যাংকটির। কিন্তু গত বছরেও যুক্তরাষ্ট্রের শীর্ষ ২০ বাণিজ্যিক ব্যাংকের একটি ছিল এসভিবি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংস্থা ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স করপোরেশন বা এফডিআইসি জানায়, ২০২২ শেষে এসভিবির মোট সম্পদের পরিমাণ ছিল ২০ হাজার ৯০০ কোটি ডলার।