হাতের তালুতে লেখা আর বাড়ি ছাড়ার নোটিশের জবাবে যা জানালেন পরীমনি
ওবায়দুল শেখ
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি পয়লা সেপ্টেম্বর সকালে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর তার হাতে লেখা একটি বাক্য সামাজিক মাধ্যমে রীতিমত আলোচনার ঝড় তুলেছে।
মেহেদি রঙে পরীর হাতের তালুতে লেখা ছিল একটি ইংরেজি বাক্য। বাংলায় যার অর্থ দাড়ায়— তোমার ভালোবাসার পরোয়া করি না। বাক্যটির নিচেই ছিল হাতের মধ্যাঙ্গুল প্রদর্শনের একটি চিহ্ন।
নেটমাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয় পরীমনির হাতে থাকা রহস্যময় লেখায় ছবি। সবার জিজ্ঞাসা, কার উদ্দেশ্যে — এই লেখা?
জেল থেকে বের হওয়ার পর তাতক্ষণিক কথা না বললেও, এ বিষয়ে সন্ধ্যায় গণমাধ্যমের কাছে মুখ খুললেন পরীমনি। জানালেন, এ বাক্যের মাধ্যমে মূলয় একটি বার্তা দিতে চেয়েছেন তিনি। জেলে বসে সব কথা বলতে না পারার উপায় হিসেবে এ বাক্য ব্যবহার করেছেন বলে জানান পরী। তবে বাক্যটি ল ভালো মানুষদের জন্য নয়, বলেও জানান পরী।
তাহলে কাকে গালি দিলেনলন? – এই প্রশ্নের জবাবে পরীমনি জানান, ”যারা বিচ, তাদের উদ্দেশ্য করে আমার এ লেখা। যে যে বিচ, যারা মনে করেন তাদেরকে উদ্দেশ্য করে এটা লেখা, তারা-ই বিচ। বিচের তালিকা তো অনেক বড়, অনেক লম্বা।”
এদিকে মানসিক ও শারীরিক অসুস্থতার বিষয়ে পরী বলেছেন তিনি এক ধরনের ট্রমার মধ্যে আছেন, একটু বিশ্রাম নিতে চান।
কিন্তু এমন পরিস্থিতির মধ্যে বাসায় উঠতেই বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন পরী! চার দিন আগে তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে। আজ বাসায় ফিরে তিনি সেটা জানতে পারেন।
এ প্রসঙ্গে তিনি বলেন বাসায় ঢুকতেই বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন। এখন তিনি নিজ বাসায় থাকার অধিকারটাও হারাচ্ছেন কিনা বলে ক্ষোভ প্রকাশ করেন । সেইসাথে তিনি বাসায় থাকা তার বয়স্ক নানাকে নিয়ে কোথায় যাবেন, তা নিয়েও দুশ্চিন্তার কথা জানান।