হাজার হাজার রুশ সেনাকে ঘিরে রেখেছে ইউক্রেনীয় সেনারা
সাদাকালো নিউজ
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লাইমানে মস্কোর জন্য গুরুত্বপূর্ণ একটি ঘাঁটিতে থাকা হাজার হাজার রুশ সেনাকে ঘিরে রেখেছে কিয়েভের সেনারা।
ইউক্রেন সেনাবাহিনীর এক মুখপাত্র শনিবার এ তথ্য জানিয়েছেন। এই শহরটিকে দোনেতস্ক অঞ্চলের উত্তরে রসদ ও পরিবহন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছিল। ইউক্রেনের সেনারা এখন শহরটিকে ঘিরে ফেলায় এটি সমগ্র দোনবাস অঞ্চল দখল করার রুশ পরিকল্পনার ওপর একটি বড় আঘাত হবে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র সের্হি চেরেভাতিই বলেছেন, ‘লাইমান এলাকায় জড়ো হওয়া রুশ বাহিনীকে ঘিরে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘লাইমান গুরুত্বপূর্ণ কারণ এটি ইউক্রেনীয় দোনবাসকে মুক্ত করার আগের পদক্ষেপ। এর মধ্য দিয়ে ক্রেমিনা ও সিভিয়েরোডোনেটস্কের আরও ভেতরে যাওয়ার একটি সুযোগ এবং এটি মনস্তাত্ত্বিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।’
চেরেভাতিই জানান, লাইমানে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার রুশ সেনা ছিল। কিন্তু কিছু সেনা হতাহতের শিকার হওয়ায় এবং কিছু সেনা ঘেরাও থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। এতে সেনা সংখ্যা হ্রাস পেতে পারে।