হঠাৎ চমকে দিলেন শাহরুখ খান!
নাফিজা আক্তার
সম্প্রতি মুক্তি পেয়েছে কিং খানের বহুল আলোচিত ও প্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমার টিজার। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে ১ মিনিট ৪ সেকেন্ডের এই টিজারটি প্রকাশ করা হয়।
প্রকাশের পরপরই ইউটিউব থেকে শুরু করে স্যোশাল মিডিয়ায় তুমুল ঝড় তুলে টিজারটি। টিজারে দেখা মিলে প্রধান তিন চরিত্র শাহরুখ খান, জন আব্রাহাম ও দীপিকা পাডুকোনের। দেশ ভক্তি নিয়ে নির্মিত এই সিনেমায় একজন স্পাই এজেন্টের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান।
টিজারে ভিলেন জন আব্রাহাম ও শাহরুখের নায়িকা দীপিকাকে স্পষ্ট চেহারায় সংলাপ বলতে দেখা গেলেও আবছা অবতারে ধরা দিলেন কিং খান। অবশ্য স্পষ্ট রূপে দেখা না মিললেও পর্দায় শোনা গেল তার বলিষ্ঠ কণ্ঠের জোরালো সংলাপ ‘জালদি মিলতে হ্যায় পাঠান সে’।
আর এতেই শাহরুখ ভক্তদের উৎসাহ এবং আগ্রহ বেড়ে গেল কয়েকগুন। তবে আগ্রহের পারদ উচ্চ হলেও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমার জন্য ভক্তদের দীর্ঘ অপেক্ষা করতে হবে। সিনেমাটির সম্ভাব্য মুক্তির তারিখ ২০২৩ সালের ২৫ জানুয়ারি।