সুখবর পেলেন শান্ত ও লিটন
সাদাকালো নিউজ
ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দেওয়া, নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। বাংলাদেশকে এমন সাফল্য এনে দেওয়ার পেছনে ব্যাটারদের অবদান ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত-লিটন দাস ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছে র্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ।
ইংল্যান্ড সিরিজটা ব্যাটার নাজমুল হোসেন শান্তর জন্য স্পেশাল বটে। নিজের সামর্থ্যের জানান দেওয়ার পাশাপাশি সমালোচকদের জবাবটা বেশ ভালোভাবেই দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন এবার র্যাঙ্কিংয়ে।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে দেখা যায় ব্যাটারদের তালিকায় বেশ উন্নতি হয়েছে শান্তর। ৫৯৩ রেটিং নিয়ে ২২ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ১৬তম স্থানে উঠে এসেছেন এই ব্যাটার।
অন্যদিকে লিটন দাস ওডিআই সিরিজ ও প্রথম দুই টি-টোয়েন্টিতে নামের প্রতি সুবিচার করতে না পারলেও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। আর এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়েও এগিয়েছেন অনেকটাই। ৫৬৬ রেটিং নিয়ে ব্যাটারদের তালিকায় ১২ ধাপ এগিয়ে এখন তালিকার ২২ নম্বরে আছেন লিটন।