সুখবর দিলেন পূর্ণিমা
রাকিবুল ইসলাম
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। সম্প্রতি প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে কেমন আছেন এই নায়িকা? জানতে চাইলে তিনি সুখবর দিলেন।
পূর্ণিমা বলেন, ‘আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠছি। ভালো আছি। মনে হচ্ছে কোনো সমস্যা নেই। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছি। তিনি বলেছেন আরও দুইদিন পর করোনা পরীক্ষা করাতে। এরপর জানতে পারবো আমি আমি করোনা নেগেটিভ হয়েছি কিনা।’
অভিনেত্রী আরও বলেন, ‘সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। তাড়াতাড়ি যেনো সুস্থ হয়ে উঠি। আবারও সবার মাঝে যেন ফিরতে পারি।’
এ সময় সবার প্রতি অনুরোধ জানিয়ে পূর্ণিমা বলেন, ‘অনুগ্রহ করে স্বাস্থবিধি সংক্রান্ত নির্দেশনা সবাই মেনে চলবেন। তাহলে প্রাণঘাতি এই ভাইরাসের মোকাবেলা করা সম্ভব।’
১৯৮১ সালের ১১ জুলাই জন্মগ্রহণ করেন পূর্ণিমা। নায়িকার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে হলেও জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। পূর্ণিমার আসল নাম দিলারা হানিফ। বাসায় রীতা নামেই ডাকা হয় তাকে। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি।
অভিনয় দক্ষতা দেখিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন পূর্ণিমা। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘সুভা’, ‘শাস্তি’, ‘আমার স্বপ্ন আমার সংসার’সহ অসংখ্য ব্যবসা সফল ছবিতে দেখা গেছে পূর্ণিমাকে। মডেলিং ও টিভি নাটকেও মাঝেমধ্যে পাওয়া যায় তাকে।
কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ চলচ্চিত্রের জন্য ২০১০ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার ঘরে তুলেন পূর্ণিমা।
২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিক ভাবে বিবাহবন্ধনে আবদ্দ হন অভিনেত্রী পূর্ণিমা। তার স্বামীর নাম আহমেদ জামাল ফাহাদ। বিয়ের ৭ বছর পর ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যা সন্তানের মা হন জনপ্রিয় এই অভিনেত্রী। মেয়ের নাম আরশিয়া উমাইজা।