সায়েন্সল্যাবে বিধ্বস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা
সাদাকালো নিউজ
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ভবনটিতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড ঝুলানো হয়েছে।
সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ভবনের চারপাশে নিরাপত্তায় আছেন পুলিশ সদস্যরা।
অপরদিকে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নিউমার্কেট থানার ওসি শফিকুল ইসলাম।
গতকাল রোববার সকাল ১০টা ৫০ মিনিটে সায়েন্সল্যাব মোড়ের শিরিন ম্যানশনে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে কী কারণে বিস্ফোরণ এখনো জানা যায়নি। বিস্ফোরণে দগ্ধসহ আহত হয়েছেন ৪০ জন। এদের মধ্যে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ও গুরুতর আহত নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।