সালমানের বান্ধবী নন ইউলিয়া!
নাফিজা আক্তার
বলিউডের ‘ব্যাচেলর’ খ্যাত সুপারস্টার সালমান খান। বিয়ের পিঁড়িতে বসেননি এখনো। যার প্রেমের ইতিহাস বেশ লম্বা। বহুবার বহু নায়িকার সঙ্গে জড়িয়েছে তার নাম। কখনও বলিউড নায়িকার প্রেমে আবার কখনও হলিউড নায়িকার।
বেশ অনেক দিন ধরে গায়িকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু এই সম্পর্কের মেয়াদ যে কতদিন তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে অনেকের মনে। নেটিজেনদের ধারনা সালমানের একের পর এক বিচ্ছেদের তালিকায় যুক্ত হতে যাচ্ছে গায়িকা ইউলিয়া ভান্তুরের নাম। কারণ ইউলিয়া দাবি করেছেন, তাঁর নিজস্ব একটা পরিচয় চাই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে কাজ করার বিষয়ে ইউলিয়া বলেন, ‘এটা তাঁর কাছে সম্মানের ব্যাপার। ভাইজান খুবই ভাল এবং অভিজ্ঞ অভিনেতা, সর্বোপরি একজন ভালো মানুষ। তবে ইউলিয়া চান নিজের একটা পরিচয় তৈরি করতে। আপাতত সেটার চেষ্টাই করছেন তিনি।’
ইউলিয়া ভান্তুরকে গায়িকার থেকেও সালমান খানের বান্ধবী হিসেবেই চেনেন অনেকেই। এর যেমন সুবিধা আছে, তেমন অসুবিধাও আছে। নিজের পরিচয় তৈরি করার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয়। আর দিনের শেষে এই পরিশ্রমটা তাকেই করতে হয়। সালমানের সঙ্গে তাঁর নাম জড়িয়ে মানুষ তাকে আলাদভাবে চিনুক সেটা তিনি চান না।
সম্প্রতি গুরু রানধাবার সঙ্গে একটি গান গেয়েছেন ইউলিয়া। ‘ম্যায় চলা’ নামে মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে সালমানকেও। বাস্তব জীবনের বান্ধবীর গাওয়া গানের সুরে তিনি রোম্যান্স করেছেন অভিনেত্রী প্রজ্ঞা জাসওয়ালের সঙ্গে।
কিছুদিন আগে হলিউড অভিনেত্রী সামান্থা লকউডের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে চর্চায় আসেন সালমান খান। যাবতীয় গুঞ্জনের শুরু সালমানের জন্মদিনের পার্টি থেকে। তারকাদের ঢল নেমেছিল সেই পার্টিতে। প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে বর্তমান প্রেমিকা ইউলিয়া ভান্তুরকে সঙ্গে নিয়েই পার্টিতে মেতেছিলেন সালমান খান।
তবে সবথেকে বেশি নজর কেড়েছিলেন সামান্থা। পরবর্তীকালে সালমান ও শিল্পা শেটির সঙ্গে জয়পুরে একটি অনুষ্ঠানেও গিয়েছিলেন হলিউড অভিনেত্রী। স্বাভাবিক ভাবেই বি-টাউনে দুই তারকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়তে দেরি হয়নি। বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে গেলে মুখ খোলেন সামান্থা।
সামান্থা বলেন, ‘পার্টিতে যাওয়ার আগে দু-তিনবার সালমানের সঙ্গে দেখা করেছি। পার্টিতে শুধু সালমানকেই চিনতাম। সালমানের জন্মদিনের পার্টিতে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়। আর সবাইকেই আমার দারুণ লেগেছে।’