সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
সাদাকালো নিউজ
সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৪২৮টি শেয়ার ৩৭৭ কোটি ৪০ লাখ ৬৭ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১০ দশমিক ০৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। ডিএসইর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ৭২ হাজার ২০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ২১ লাখ টাকা।
১৫ লাখ ৭ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেনের মাধ্যমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। যার বাজার মূল্য ১১২ কোটি ৩৫ লাখ ৬২ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বিএটিবিসি, সাইফ পাওয়ারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ইউনিয়ন ব্যাংক ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।