সাকিব-তামিমের ‘শীতল যুদ্ধ’ চলছে, জানালেন পাপন
সাদাকালো নিউজ
বাংলাদেশের ক্রিকেটে ব্যাপারটি মোটামুটি প্রতিষ্ঠিতই। সাকিব আল হাসান ও তামিম ইকবাল প্রয়োজন ছাড়া একে অপরের সঙ্গে কথা বলেন না। প্রয়োজন হলেও বলেন না। দেশের ক্রিকেটের দুই সুপারস্টারের মধ্যে বর্তমান সম্পর্ক ভালো না। দুজনের কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বছরের পর বছর এসব কেবল খোলা বাতাসে আলোচনাই হয়েছে।
তবে এবার আলোচনাটা করলেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েও দিলেন, দুই তারকার সম্পর্কে ফাটল ধরেছে অনেক আগে। সমাধান করতে চেয়েও ব্যর্থ হয়েছেন। দুজন দুজনের সঙ্গে কথাও বলেন না। অথচ তামিম এখন ওয়ানডে দলের অধিনায়ক, সাকিব টেস্ট ও টি-টোয়েন্টির। দুজনের মধ্যে কথা না বলা, যোগাযোগ না হওয়া দেশের ক্রিকেট ভালো পথে নেই, সেই ইঙ্গিতই দিচ্ছে। নাজমুল হাসানও স্বীকার করেছেন, ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক নেই। স্বাস্থ্যকর নয়। এমতবস্থায় ভালো ক্রিকেট খেলা নিয়েও সংশয় প্রকাশ করেছেন নাজমুল হাসান।
ক্রিকবাজকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে নাজমুল হাসান বলেছেন, ‘এটা মোটেও স্বাস্থ্যকর ড্রেসিংরুমের চিত্র নয়। আমি নিশ্চিতভাবেই বলছি। যে জিনিসটা (তামিম ও সাকিবের মাঝে সম্পর্কের ফাটল) এমন না যে আমি এটা সমাধানের চেষ্টা করিনি। আমি দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝতে পেরেছি এই মুহূর্তে দুজনের এই সমস্যা সহজে সমাধান হবে না। এটা আমার পর্যবেক্ষণ।’