সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সেই ফাহমিদা
নাফিজা আক্তার
চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টারে বিয়ে করা সেই ফাহমিদা কামাল না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় মেডিকেল সেন্টারে ক্যান্সারের কাছে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাহমিদা।
তার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফাহমিদার নানা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন সাকী। এমন খবরে নগরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ফাহমিদার নানা সাইফুদ্দিন সাকী জানান, ফাহমিদা আর আমাদের মাঝে নেই। তার কপালে জুটল না সুখের সংসার। আজ বাদ আছর ফাহমিদার নিজবাড়ি দক্ষিণ বাকলিয়া হাজী আবদুস সালাম মাস্টারের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক জায়গায় শায়িত করা হবে।
ফাহমিদা রাজি না থাকলেও গত ৯ মার্চ হাসপাতালের শয্যাতেই প্রিয়তমাকে বিয়ে করে সবাইকে তাক লাগিয়ে দেন মাহমুদুল হাসান। সেই হাসপাতালেই চলে তাদের সুখের সংসার। মাঝে একদিন তারা গিয়েছিলেন বাসায়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালেই সংসার পাতে তারা।
কথা ছিল সুস্থ হয়ে বাড়ি ফিরে নতুন করে সংসার শুরু করবেন ফাহমিদা ও মাহমুদুল। কিন্তু ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশেই চলে গেলেন ফাহমিদা। পছন্দের মানুষটিকে নিয়ে সংসার করার স্বপ্ন আর পূরণ হলো না ফাহমিদার। তার এমন চলে যাওয়া কোনভাবেই মেনে নিতে পারছেন না স্বামী মাহমুদুল।