সব দেশেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত: যুক্তরাষ্ট্র
সাদাকালো নিউজ
বাংলাদেশেও বিশ্বের আর ১০টি দেশের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। বিরোধী দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে পারা উচিত। গণমাধ্যম ও এনজিওগুলোর স্বাধীনভাবে কাজ করতে পারা উচিত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার সোমবার (২৪ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন। দেশটির পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে সংবাদ সম্মেলনের অনুলিপি তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে মিলারকে এক সাংবাদিক প্রশ্ন করেন, কানাডার ফেডারেল কোর্ট বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মীর আশ্রয় আবেদন বাতিল করে দিয়েছেন। কানাডার কোর্টটি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছে।
পর্যবেক্ষকদের একটি গুরুত্বপূর্ণ মত হলো, বিএনপির বরাবর রাজনৈতিক সহিংসতায় জড়িয়ে পড়ার ইতিহাস রয়েছে। ২০১৪ সালে জাতীয় নির্বাচনের সময় দলটির সহিংসতায় জড়িয়ে পড়ার ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। তখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিল, যা দেশটির সুপ্রিম কোর্ট আগেই অসাংবিধানিক ঘোষণা করেন।
বাংলাদেশে আরেকটি নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। এ অবস্থায় সরকারের অভিযোগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ফের সহিংসতা করার চেষ্টা করছে বিএনপি। এ বিষয়ে আপনার মত কী?
জবাবে মিলার বলেন, ‘আমার প্রথম কথা হলো, বাংলাদেশ বা বিশ্বের অন্য কোনো দেশে আমরা কোন দলের পক্ষে অবস্থান নেই না। কিন্তু বাংলাদেশ ও বিশ্বের যেকোনো দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র।’