অভিনেতা সতীশ কৌশিকের ঘটনায় নতুন মোড়!
সাদাকালো নিউজ
সতীশ কৌশিক। বলিউডের নন্দিত অভিনেতা ও নির্মাতা। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা। কিন্তু আচমকা তার চলে যাওয়া নিয়ে তৈরি হয়েছে রহস্য।
৮ মার্চ দিল্লিতে এক বন্ধুর খামারবাড়িতে হোলি পার্টিতে উপস্থিত ছিলেন সতীশ। সেখানেই অনুভব করেন শারীরিক অস্বস্তি। হাসপাতালে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ছাড়েন অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম বলছে, যে ব্যবসায়ীর খামারবাড়িতে হোলি পার্টির আয়োজন হয়েছিল, তার স্ত্রীর দাবি করেছেন- সতীশকে খাবারের সঙ্গে কিছু দিয়ে থাকতে পারেন তার স্বামী। সে কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি দিয়ে থাকতে পারেন অভিনেতা।
অভিযোগকারী কুবের গ্রুপের শীর্ষকর্তা বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী সানভি মালুর। তিনি এ বিষয়ে তদন্তের জন্য দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন। যার একটি করে অনুলিপি পাঠানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির লেফটেন্যান্ট গর্ভনরকে। বিকাশ মালুর স্ত্রী সানভির এমন অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সানভির দাবি, প্রায় তিন বছর আগে বিকাশ মালু নিজের ব্যবসায় বিনিয়োগের জন্য সতীশ কৌশিকের কাছ থেকে ১৫ কোটি রুপি ধার নিয়েছিলেন। যা এখন পর্যন্ত ফেরত দেননি। এই অর্থ নিয়ে সতীশ আর বিকাশের মধ্যে বিরোধ চলছিল। গত বছরের ২৩ আগস্ট দুবাইয়ে এই অর্থ নিয়ে ওদের দুজনের বাগুবিতণ্ডা হয়। ওই সময়ে আমিও সেখানে উপস্থিত ছিলাম।
সতীশকে শেষ করে দেয়ার পরিকল্পনার কথা বিকাশ তার স্ত্রীকে জানিয়েছিলেন, জানিয়ে সানভি জানান, ঝগড়ার রাতে বিকাশকে তিনি জিজ্ঞেস করেছিলেন সতীশকে টাকা ফেরত দেবেন কিনা, জবাবে বিকাশ বলেন, ১৫ কোটি টাকা করোনায় ডুবে গেছে। সেটা এখন ফেরত দেয়া আর সম্ভব না। একদিন রাশিয়ানরা ওকে ডেকে নীল বড়ির ওভার ডোজ দেবে এবং ও পৃথিবীর মায়া ত্যাগ করবে। কে ফেরত দিচ্ছে এই টাকা।
এ ঘটনার পরের দিনও সতীশ টাকা চাইতে বিকাশের বাড়ি গিয়েছিলেন। কিন্তু বিকাশ প্রচন্ড রেগে গিয়েছিলেন। তা জানিয়ে সানভি বলেন, এদিন টাকা ফেরত দেয়ার কথা বলেন বিকাশ। তবে তাকে একটু ধৈর্য ধরতে বলেন। সানভির দাবি, ওর স্বামীর খামারবাড়ির পার্টিতে এসেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সতীশ। তাই সানভির ধারণা, ওর স্বামীই টাকা ফেরত দেয়া থেকে বাঁচতে অভিনেতাকে বিষজাতীয় কিছু দিয়েছিলেন।
দিল্লি পুলিশের ভাষ্য, সানভির অভিযোগের ভিত্তিতে সতীশ কৌশিকের ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই নারীকে থানায় ডেকে নিয়ে তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। এছাড়া ওই খামারবাড়িতে অভিযানও চালিয়েছে দিল্লি পুলিশ। এ সময় সন্দেহজনক বেশকিছু ওষুধও উদ্ধার করা হয়েছে।
তবে এবারি প্রথম নয়, এর আগেও স্বামী বিকাশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তার দ্বিতীয় স্ত্রী সানভি। এদিকে সতীশের চলে যাওয়া নিয়ে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। তবে প্রয়াত অভিনেতার ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ। সেটি হাতে আসলেই আসল কারণ জানা যাবে- বলছে পুলিশ।