শ্রাবন্তীর ঘরে নতুন সদস্য
জহুরা প্রিতু
প্রায় ১৮ বছর পর শ্রাবন্তীর ঘরে এলো নতুন সদস্য। উচ্ছ্বাসে ভাসছেন কলাকাতার এই নায়িকা। সেই ছবি সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করেছেন শ্রাবন্তী।
১০ সেপ্টেম্বর বিকালে ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে সদ্যজাতের ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। তিনি লেখেন, ‘ছেলে হয়েছে…তোর জন্য খুব খুশি দিদি….অনেক ভালোবাসা’।
জানা গেছে, শ্রাবন্তীর বোন স্মিতা ঘোষ চট্টোপাধ্যায় মা হয়েছেন। গত মাসেই মাসি হতে চলার খবর ফাঁস করছিলেন শ্রাবন্তী। আর গণেশ চতুর্থীর পুণ্য তিথিতেই স্মিতার কোল আলো করে এল ফুটফুটে পুত্র সন্তান।
শ্রাবন্তীরা দুই বোন। ছোট থেকেই অভিনেত্রীর সবচেয়ে কাছের বন্ধু স্মিতা। ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন স্মিতা ও সুজয়। শ্রাবন্তীর বোন, দুলাভাইও অভিনয় জগতের সঙ্গে যুক্ত থেকেছেন দীর্ঘদিন। শপথ’ নামের একটি ছবিতে অভিনয়ের পাশাপাশি ‘মৌচাক’ ধারাবাহিকে কাজ করেছেন স্মিতা।
অন্যদিকে, ‘মজনু’, ‘১০০% লাভ’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন সুজয়। স্মিতার ইনস্টাগ্রামের দেয়ালে মাঝেমধ্যেই ভেসে ওঠে স্বামীর সঙ্গে কাটানো নানা সুন্দর মুহূর্তের ছবি। এ বার দুই থেকে তিন হলেন তারা। জীবনের নতুন অধ্যায় শুরু করবেন স্মিতা এবং সুজয়।
এদিকে, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। রোশনের সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙা থেকে অভিরূপের সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন সবসময় সংবাদ শিরোনামে।
কিছু দিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন শ্রাবন্তী। সঙ্গী হয়েছিলেন ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় এবং তার প্রেমিকা দামিনী ঘোষ। টালিপাড়ার গুঞ্জন, শ্রাবন্তীর সঙ্গে ছিলেন তার প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও। এ বিষয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন টালিউড অভিনেত্রী।
মালদ্বীপ থেকে ফিরে গেছেন সবুজ জঙ্গলের মাঝে। আপাতত জিম করবেট জাতীয় উদ্যানে সময় কাটাচ্ছেন টলি সুন্দরী। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল ও পৌড়ী গাড়োয়াল জেলায় বিস্তৃত সাফারি পার্কে বন্যপ্রাণীদের সঙ্গে দেখা করতে গেছেন শ্রাবন্তী।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কালো রঙের টি-শার্ট, মাথায় টুপি আর রোদচশমা চোখে ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জঙ্গলের মাঝে…জিম করবেট’।
জিম করবেট জাতীয় উদ্যানের প্রকৃতির চিত্র ক্যামেরাবন্দি করেছেন নায়িকা। এই সবুজের মাঝে দেখা পেয়েছেন হাতির। সেখানকার সবুজ জঙ্গল, জলাভূমি, নদী উপত্যকা উঠে এসেছে শ্রাবন্তীর স্থিরচিত্রে। এর মাঝে নিজেকেও ফ্রেমবন্দি করতে ভোলেননি তিনি।
সম্প্রতি ডান্স বাংলা ড্যান্সের রিয়েলিটি শোর একটি বিশেষ পর্বের শুটিং সম্পন্ন করেছেন শ্রাবন্তী। শিগগির মুক্তি পাচ্ছে এই নায়িকার আসন্ন ছবি ‘লকডাউন’। ছবিতে আদৃত রায়, ওম, মানালি, সোহমদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শ্রাবন্তী।