শীর্ষস্থান হারালো পাকিস্তান
সাদাকালো নিউজ
নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চারটি জিতে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠে যায় পাকিস্তান। শীর্ষস্থান ধরে রাখতে তাদের শেষ ম্যাচটি জিততো হতো। কিন্তু রোববার ঘরের মাঠে শেষ ম্যাচে তারা হেরে গেছে ৪৭ রানে। তাতে প্রথমবার র্যাংকিংয়ে শীর্ষে ওঠার ৪৮ ঘণ্টার মধ্যেই হারাতে হলো বাবরবাহিনীকে।
১১৩ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি অস্ট্রেলিয়া উঠে গেছে শীর্ষে, ভারত আছে দ্বিতীয় স্থানে। আর ১১২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গেছে তৃতীয় স্থানে।
এদিন করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউ জিল্যান্ড আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে অলআউট হয় ২৯৯ রানে। জবাবে ৪৬.১ ওভারে পাকিস্তান অলআউট হয় ২৫২ রানে।
বল হাতে পাকিস্তানের সেরা ছিলেন শাহীন আফ্রিদি। তিনি ৩টি উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন উসামা মীর ও শাদাব খান।
ম্যাচসেরা হন নিউ জিল্যান্ডের শিপলে। আর পাঁচ ম্যাচে ৩৬৩ রান করে সিরিজ সেরা হন পাকিস্তানের ফখর জামান।