শিল্পী সমিতির সম্পাদক পদ নিয়ে নতুন জটিলতা!
নাফিজা আক্তার
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আবারও নতুন জটিলতা তৈরি হলো। এবার জায়েদ খানের পক্ষে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। রোববার এক আদেশে চেম্বার আদালত আগামী চার সপ্তাহের জন্য হাইকোর্টের রায় স্থগিত করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করছেন চেম্বার আদালতের আইনজীবি ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
এর আগে গত ২ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওইদিন সাধারণ সম্পাদকের পদ নিয়ে দ্বন্দ্ব নিরসনে রুল যথাযথ বলেও ঘোষণা দেন আদালত। সেদিনই অভিনেত্রী নিপুন আক্তারের আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেছিলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
বৃহস্পতিবার আপিল করেন নিপুন। তার প্রেক্ষিতে রোববার হাইকোর্টের রায় স্থগিত করলেন চেম্বার আদালত।
গত ২৮ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে হেরে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছিলেন নিপুন। নিপুনের অভিযোগের প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি জায়েদের প্রার্থিতা বাতিল করে সাধারণ সম্পাদক পদে নিপুনকে জয়ী ঘোষণা করেছিল নির্বাচনের জন্য গঠিত আপিল বোর্ড।
এরপর আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। তারপর থেকেই বেশ কয়েক দফায় ধার্য হয়েছে রুল শুনানির তারিখ। কিন্তু প্রতিবারই পিছিয়ে গেছে। নতুন দিন ধার্য হয় ২ মার্চ। ওইদিন জায়েদ খানের পক্ষে রায় দেন হাইকোর্ট। পরে শুক্রবার বিকেলে বিএফডিসির স্টাডি রুমের সামনে খোলা মাঠে টানা তৃতীয়বারের মতো শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন চিত্রনায়ক জায়েদ খান। শপথ পড়ান সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন।