শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে টিকিট সংকট, ভিড়ে পদদলিত হয়ে নিহত ২
সাদাকালো নিউজ
আরব উপসাগরীয় কাপের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মুখোমুখি হবে স্বাগতিক ইরাক আর ওমান। কিন্তু এই ম্যাচকে ঘিরে স্বাগতিক দেশের দর্শকদের উন্মাদনার মধ্যে ম্যাচের টিকিটের সংকট তৈরি হয়।
এজন্য দেশটির দক্ষিণাঞ্চলের বাসরা স্টেডিয়ামের বাইরে ভোর থেকেই হাজার হাজার ভক্ত-সমর্থক জড়ো হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক এ ম্যাচ দেখার আশায় স্বাভাবিকের চেয়ে অধিক মানুষের সমাগমে পদদলিত হয়ে ২ জন নিহত এবং আরও ৮০ জন মানুষ আহত হয়েছেন।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই ম্যাচকে কেন্দ্র করে পদদলিত হয়ে দুইজন মারা গেছে এবং ৮০ জনের অধিক আহত হয়েছে’।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর।
উল্লেখ্য, আট দেশের এই টুর্নামেন্টের ফাইনাল আজ বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হওয়ার কথা রয়েছে। যেখানে প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইরাক ২-১ গোলে কাতারকে ও দ্বিতীয় সেমিতে বাহরাইনকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে। টুর্নামেন্টের বাকি চার দল সৌদি আরব, ইয়েমেন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত।