শাহরুখ-অরিয়ানকে নিয়ে গরম সোশ্যাল মিডিয়া!
সাদাকালো নিউজ
বড় ছেলে আরিয়ানকে নিয়ে ভিষণ চিন্তিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি পোশাকের নতুন ব্যবসা শুরু করেছেন আরিয়ান। সেটাতে সমর্থন দেয়ার পাশাপাশি প্রচারেও নেমে পড়েছেন কিং খান। তবে আরিয়ানের পোশাকের ওয়েব সাইটের যাত্রা শুরু হতে না হতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। পোশাকের দাম বেশি হওয়ায় শাহরুখ ও আরিয়ানকে তুলোধুনো করছেন অনুরাগীরা।
৩০ এপ্রিল রাতে পোশাক ব্রান্ড ‘ডি ইয়াভোল এক্স’ লঞ্চ করেন আরিয়ান। এরপর থেকেই সমালোচনা শুরু। তবে আরিয়ানের পোশাক ব্রান্ড নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিলো ব্যাপক। এর কারণ ছেলের পোশাকের ব্যবসায় মডেলিং’এ ছিলেন বাবা শাহরুখ খান। এদিকে আরিয়ানের ওয়েবসাইট লঞ্চ হওয়ার সাথে সাথে ব্যাপক পরিচিতি পায় ব্রান্ডটি।
তবে সাইটে প্রবেশ করে পোশাকের দাম দেখে চোখ কপালে উঠে ভক্তদের। শুরু হয় সমালোচনা। আরিয়ানের ওয়েবসাইটে দেখা যায়, প্রিন্টের ডিজাইনের একটি সাদা টি শার্টের দাম ২৪ হাজার রুপি। কালো হুডির দাম ৪৫ হাজার রুপি। একটি লেদার জ্যাকেটের দাম দুই লাখেরও বেশি।
এত দামের কারণে নেটিজেনরা ট্রোল করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় পড়তে থাকে নানা ধরনের তির্যক মন্তব্য। কেউ লেখেন, খান সাহেব আমি আমার একটি কিডনি বিক্রি করলেও একটা টি-শার্ট কিনতে পারব না। আরেকজন লেখেন, দাম দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, চলে যাচ্ছি। আরেকজনের মন্তব্য, টি-শার্ট ২৪ হাজার, জ্যাকেট ২ লাখ! এসবের কী মানে!
তবে নেটিজেনদের এসব মন্তব্যের মাঝেও সব পোশাক বিক্রি হওয়ার খবর দেন বলিউড বাদশা। নিজের ইনস্টাগ্রামে শাহরুখ লেখেন, সবাইকে ধন্যবাদ। আপাতত সব বিক্রি হয়ে গেছে। পরের লটের জন্য অপেক্ষা করুন।
২০২১ সালে না সেব্য পণ্যকাণ্ডে জড়িয়ে আলোচনায় আসেন আরিয়ান খান। সে সময় এক মাস হাজতও খাটতে হয় তাকে। পরে যথাযথ প্রমাণের অভাবে তাঁকে বেকসুর খালাস ঘোষণা করে এনসিবি। সে সময় তিনি নিজেকে গৃহবন্দী করে রেখেছিলেন বেশ কিছু মাস। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজের অ্যাকাউন্টও সরিয়ে ফেলেন সাময়িকভাবে। তবে আরিয়ান সেই ধাক্কা কাটিয়ে উঠেছেন।
গেল বছর ব্যবসার জগতে পা রাখেন আরিয়ান। প্রিমিয়াম ভদকার ব্র্যান্ড চালু করেন তিনি। তখনি জানা যায়, পোশাকের ব্যবসাতেও নামবেন শাহরুখ পুত্র। সেই মতো টিজার আসে, যাতে দেখা মেলে স্বয়ং শাহরুখ খানের। ছেলের ব্র্যান্ডের পোশাকের হয়ে বিজ্ঞাপন দেন পাঠান অভিনেতা। যা আরও প্রচার এনে দেয়।
আরিয়ান মূরত ‘ডি’ ইয়াভল এক্স’ ব্র্যান্ডটির সহ-মালিক। তিনি লেটি ব্লাগোয়েভা এবং বান্টি সিং-এর সঙ্গে এই ব্যবসার অংশীদারিত্ব করেছেন। শোনা যাচ্ছে- চলতি বছরেই নেটফ্লিক্সে আসছে আরিয়ানের একটি ওয়েব সিরিজ। যার নাম হতে পারে ‘স্টারডাম’। শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেনমেন্টের প্রযোজনায় দেখা যাবে সিরিজটি।