লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি
সাদাকালো নিউজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি ৩০ জুন, ২০২১-এ শেষ হওয়া অর্থবছরের নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিনিয়োগকারীদের হিসাবে। ডিএসই সূত্র নিশ্চিত করেছে এ তথ্য।
প্রতিষ্ঠানগুলো হলো- কনফিডেন্স সিমেন্ট এবং পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
ডিএসই সূত্র বলছে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কনফিডেন্স সিমেন্ট ২৫ শতাংশ এবং পিজিসিবি ২০ শতাংশ নগগ লভ্যাংশ দিয়েছে।