রোজার আগে আবারও বাড়লো নিত্যপণ্যের দাম
সাদাকালো নিউজ
বিশ্ব বাজারে পণ্যর দাম বৃদ্ধির দোহাই দিয়ে দেশের বাজারে টানা ছয় মাস ধরে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। বিশেষ করে আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে কয়েক দফায় দাম বেড়েছে নিত্যপণ্যের। ফলে রোজা শুরু হওয়ার আগেই বেশি দামে পণ্য ক্রয়ে সীমিত ও নিম্ন আয়ের মানুষেরা হিমশিম খাচ্ছে।
সপ্তাহের শুরু থেকেই দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি বেড়েছে দেশি পেঁয়াজের দাম। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে প্রায় ১৬ শতাংশ। ব্যবসায়ীরা বলছেন, প্রতি কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১২ থেকে ১৫ টাকার মতো।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘গত সপ্তাহে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৪৫ টাকায় কেনা সম্ভব হয়েছে। এ সপ্তাহে একই মানের এক কেজি পেঁয়াজ কিনতে ৬০-৬৫ টাকা লাগছে।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, তারা পাইকারিতে ৫৭ টাকা করে কিনছেন। বিক্রেতা আব্দুল মালেক বলেন, ‘দেশি পেঁয়াজের সরবরাহ কম। এ কারণেই পেঁয়াজের দাম বেড়েছে।’
সপ্তাহের ব্যবধানে সয়াবিনের তেলের দাম বেড়েছে ৫ লিটারের বোতলে ৩০ থেকে ৪০ টাকা। রাজধানীর বাজার ঘুরে দেখা যাচ্ছে, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ৮৩০ টাকা করে। যা গত সপ্তাহে ছিল ৭৯০ টাকা। অন্যদিকে ৭৬০ টাকা দামের বোতল বিক্রি হচ্ছে ৭৯০ টাকা দরে। আর এক লিটার ওজনের বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে ৫-৭ টাকার মতো।
খোলা বা লুজ পামঅয়েলের দাম পামওয়েল (খোলা) প্রতি লিটারে দাম বেড়েছে ১৫ টাকা। গত সপ্তাহে এই ভোজ্যতেল বিক্রি হয়েছে ১৪০ লিটার, যা আজ বিক্রি হচ্ছে লিটার ১৫৫ টাকা দরে।
এছাড়াও পামওয়েল সুপারের দামও বেড়েছে কেজিতে ১২-১৫ টাকা। গত সপ্তাহে এক লিটার পামওয়েল সুপার পাওয়া যেত ১৫০ টাকা যা এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এদিকে চিনির দাম বেশ কয়েকদিন ধরেই বাড়ছে। নতুন করে এই পণ্যটির দাম প্রতি কেজিতে বেড়েছে ৩ টাকা। বর্তমানে সবচেয়ে ভালো মানের চিনি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে।
কাঁচবাজারেও দেখা যাচ্ছে দাম বাড়ার প্রবণতা। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এক কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬০ টাকা যা এখন বিক্রি হচ্ছে ১৬৫ টাকা কেজি দরে। তবে অপরিবর্তিত আছে গরুর মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে। ফার্মের মুরগির ডিমও গত সপ্তাহের মতো স্থানভেদে ১১০-১১৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। এই সপ্তাহে মাছ ও সবজির দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে।