রেগে গিয়ে অফিস ভাঙলেন অমিতাভ বচ্চন!
নাফিজা আক্তার
একসময় বলিউডে ‘অ্যাংরি ম্যান’ হিসেবে বেশ পরিচিতি ছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। সে সাতের দশকের কথা। ওই সময় একের পর এক ছবিতে তার এই অ্যাংরি ইমেজ তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে।
বলিউডের দ্বিতীয় ইনিংসে নিজের ইমেজ পুরোপুরি বদলে ফেলেছেন বিগ বি। কিন্তু এরই মাঝে আবার ‘অ্যাংরি ম্যান’ ইমেজে হাজির হলেন তিনি। তবে এবার কোনো সিনেমায় নয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। সেখানে দেখা যাচ্ছে, একটি অফিসে নির্বিচারে ভাঙচুর চালাচ্ছে তিনি। অফিসটি একটি এডুকেশন সেন্টারের। কিন্তু হঠাৎ তাদের উপর কেন চটেছেন বলিউডের এই মেগাস্টার অমিতাভ?
ভিডিও পোস্ট করে অমিতাভ বচ্চন লেখেন যে, সেদিন অফিসে অনেক ভাঙচুর করে ফেলেছি। আপনারা বলতে পারবেন কী কারণে আমি এতো রেগে গিয়েছিলাম। কিছুদিন আগেই তিনি বলেছিলেন যে ৫৩ বছর পর ৮০ বছর বয়সে পুরনো ইমেজে ফিরছেন তিনি।
ভক্তরা ইতোমধ্যে অনুমান করতে পেরেছেন যে, ঠিক কী কারণে ওই এডুকেশন সেন্টারের অফিস ভাঙচুর করেছেন অমিতাভ বচ্চন? এক ভক্ত লিখেছেন, নিজের সময়ে বিদেশে পড়াশোনা করার সময় সুযোগ পাননি তাই চটেছেন তিনি।
অন্য একজন লেখেন, এই বিজ্ঞাপনের জন্য যে টাকা পাওয়ার কথা ছিল, তা পাননি বলেই রেগে আগুন বিগ বি। সব মিলিয়ে অমিতাভের এ হেন আচরণে হতবাক অনুরাগীরা। তবে সবটাই ছিল ওই এডুকেশন সেন্টারের বিজ্ঞাপনের অভিনব প্রচার।