রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটের কোহিনূর কে পাবেন?
সাদাকালো নিউজ
৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ পরপারে চলে গেছেন। উত্তরাধিকার সূত্রে এখন সিংহাসনে বসবেন ছেলে প্রিন্স চার্লস। রানির চলে যাওয়ার পর ব্রিটিশ রাজপরিবার নিয়ে জানা যাচ্ছে নানা তথ্য। রানির জীবনের নানা ঘটনা নিয়ে চলছে নানা আলোচনা। তবে অন্যতম আলোচনা কোহিনূর নিয়ে।
দ্য ইকোনমিক টাইমের খবরে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দামি হীরাটি নিয়ে আলোচনার শেষ নেই। মহামূল্যবান, ঔজ্জ্বল্যময় হীরক খণ্ডের অধিকারী এককভাবেই ব্রিটিশ রাজপরিবার। এ মুহূর্তে তারা শোকাচ্ছন্ন। রানি দ্বিতীয় এলিজাবেথের চলে যাওয়ায় মুকুটের কোহিনূরও যেন দ্যুতি হারিয়ে অনেকটাই ফিকে। শোকের আবহেই গুঞ্জন শুরু হয়েছে, রানির মুকুটের কোহিনূর এবার কার মাথায় উঠবে?
এদিকে কোহিনূর হীরা ফিরে পেতে টুইটারে ঝড় তুলেছেন ভারতীয়রা। তাদের দাবি, কোহিনূরের উৎপত্তিস্থল ভারতে। এ কারণে হীরাটি ফিরিয়ে দিতে হবে উৎস দেশকে।
যুক্তরাজ্যের অন্যতম সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ১০৫ ক্যারেট মানের মহামূল্যবান রত্ন কোহিনূর শব্দের অর্থ ‘আলোর ঝর্ণাধারা’। কোহিনূর খচিত রানির মায়ের মুকুটটি রাখা হয়েছে টাওয়ার অফ লন্ডনে।
এই হীরার মালিকানা নিয়ে ভারতে ব্যাপক রাজনৈতিক এবং আইনি বিতর্ক রয়েছে। শুধু ভারত নয়, পাকিস্তানও এর মালিকানা দাবি করেছে।
যুক্তরাজ্যের প্রাসাদ জানিয়েছে, দক্ষিণ ভারতের গলকন্ডা খনিতে পাওয়া যায় এটি। ১৮৪৯ সালে এটি ব্রিটিশ রাজপরিবারের অধীনে আসে। ১৯৩৭ সালে রানি এলিজাবেথের জন্য মুকুটটি তৈরি করা হয়। সেই বছর ১২ মে তার স্বামী রাজা চতুর্থ জর্জের অভিষেক অনুষ্ঠানে এটি পরেন তিনি।