
রাজশাহীতে আ.লীগের ৭ নেতা গ্রেফতার
রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের সাত নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে থানা ও হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বুধবার তাদের আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে বলে থানার ওসি তৌহিদুল ইসলাম জানিয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সকালে ছাত্র-জনতার ছাত্র আন্দোলনে রাজশাহী-৪, বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আ.লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। হামলাকারীরা কয়েকজনকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করে। এছাড়া ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম প্রায় দুই হাজার আ.লীগের নেতা-কর্মীর বিরুদ্ধে বাগমারা থানায় পৃথকভাবে মোট ছয়টি মামলা হয়।
এসব মামলায় এর আগে সাবেক ইঞ্জিনিয়ার এনামুল হক, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার, শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা ও হামিকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।