যেভাবে হয়েছিল নাঈম-শাবনাজের প্রেম
সাদাকালো নেউজ
‘চাঁদনী’ দিয়ে নাঈম-শাবনাজ জুটি বাংলা চলচ্চিত্রে স্থায়ী আসন করে নেয়। প্রথম সিনেমাতেই বাজিমাত। বলাবাহুল্য এই জুটির প্রায় সব সিনেমাই লাভ স্টোরি। পর্দার ভালোবাসা ধরা দেয় তাদের বাস্তব জীবনে।
সিনেমায় শুটিং করতে গিয়ে নাঈমের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে যা স্মরণে রেখেছেন শাবনাজ। তিনি বলেন, ‘একবার শুটিংয়ের এমন একটি দৃশ্য ছিলো- নাঈম বাইরে থেকে চিৎকার করবে আমার সঙ্গে দেখা করার জন্য, আমি চিৎকার করবো ঘরের ভেতর থেকে। মাঝখানে জানালায় কাচ ছিল। ওই কাচ আমাকে ভাঙতে হবে। তো আমি কোনো কিছু চিন্তা না করেই হাত দিয়ে কাচ ভেঙে ফেলি। সঙ্গে সঙ্গে হাত কেটে যায়। তখন রাত প্রায় ১২টা। সেদিন নাঈমের শুটিং ছিলো না। তবে সে যখন এই ঘটনা জানলো তখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আমার সঙ্গে দেখা করার জন্য। হঠাৎ পেছন থেকে আরেকটা গাড়ি তাকে ধাক্কা দেয়। তারপরও সে ছুটে আসে শুটিং স্পটে। তখনও কিন্তু আমাদের প্রেমের বিষয়টি বলা হয়নি। তবে বুঝতে পারতাম আমরা পরস্পরকে ভালোবাসি।
পারিবারিকভাবে নাঈম-শাবনাজের বিয়ে হয়। প্রেমিক অভিনেতা থেকে স্বামী নাঈম সম্পর্কে শাবনাজ বলেন, ‘পর্দায় নাঈমকে আমি যেমন পেয়েছি। বাস্তব জীবনেও তা পেয়েছি। আমরা সুখে-শান্তিতে এতগুলো দিন পার করেছি।’