গ্রেপ্তার হতে পারেন সোনাক্ষী সিনহা!
নাফিজা আক্তার
বড়সড় আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার বিরুদ্ধে জারি করা হয়েছে একটি জামিন-অযোগ্য আটকের পরোয়ানা। প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ভারতীয় পত্রিকা আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জিানিয়েছে, দিল্লিতে একটি অনুষ্ঠান করার জন্য ৩৭ লাখ টাকা নিয়েছিলেন সোনাক্ষী। পরে টাকা নিয়েও ওই অনুষ্ঠানে যোগ দেননি তিনি। এমনকি বারবার আর্জি জানানোর পরও ওই টাকা ফেরত দেননি সোনাক্ষী।
এমন অভিযোগ এনে প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক মোরাদাবাদের কাটঘরের বাসিন্দা প্রমোদ শর্মা। তার দাবি, মোরাদাবাদে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল নায়িকার। সে জন্য পুরো টাকা নিলেও অনুষ্ঠানে যাননি সোনাক্ষী।
অভিযোগে প্রমোদ আরও জানিয়েছেন, টাকা ফেরত চেয়ে একাধিকবার যোগাযোগ করা হয় সোনাক্ষীর সঙ্গে। কিন্তু অভিনেত্রীর ম্যানেজার সাফ জানিয়ে দেন, টাকা ফেরত দেওয়া হবে না।
প্রতারণার মামলা দায়েরের পর একবার মোরাদাবাদে গিয়ে নিজের বয়ান রেকর্ড করেছেন সোনাক্ষী। কিন্তু তার পর থেকেই তিনি টানা অনুপস্থিত। মামলার প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। এর পরেই সোনাক্ষীর নামে জামিন-অযোগ্য আটকের পরোয়ানা জারি হয়।