মোটরসাইকেলে চা ফেরি করা সেই রনি, এবার ভোটের মাঠে !
সাদাকালো নিউজ
মোটরসাইকেলের দুই পাশে বড় বড় চারটি চায়ের ফ্লাস্ক। তার পাশেই রাখা ছোট ছোট প্লাস্টিকের কাপ, পানিসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। আর এসব নিয়েই নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। ভোটারদের কাছে গিয়ে চা খাওয়াচ্ছেন। ভোট চাওয়ার পাশাপাশি চেয়ে নিচ্ছেন দোয়া। অনেকে চায়ের দাম দিলেও, কেউ কেউ আবার নিচ্ছেন ফাউ সুবিধা।
বলছি, রনি আহম্মেদের কথা। গত ১০ বছর ধরে রাজশাহীর পবা উপজেলায় চা বিক্রি করেন রনি। তার বাড়ি উপজেলার হরিয়ান ইউনিয়নের দহপাড়া গ্রামের তেঁতুলতলা এলাকায়। হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হয়েছেন তিনি।
জানা গেছে, মাত্র ৭ বছর বয়সে মাকে হারান রনি। দুই সন্তান রেখে রনির বাবা বিয়ে করে অন্য খানে চলে যান। রনি ও তার বোনের ঠাঁই হয় নানা-নানির সংসারে। সংসার চালাতে শিশু বয়সে রনি তুলে নেন বাদামের ঝুড়ি। কিছুটা বড় হয়ে ভ্যান চালাতে শুরু করেন। বিয়ের পর স্ত্রী আর দুই সন্তান নিয়ে আর্থিক অনটনে পরেন তিনি। এরপর ধরেন চায়ের দোকান।
২০২০ সালের করোনাকালে রাজশাহীতে বিধি-নিষেধ শুরু হলে চায়ের দোকান বন্ধ করতে বাধ্য হন রনি। সংসার চালাতে হেঁটে হেঁচে চা বিক্রি শুরু করেন। তারপর ঋণ করে মোটরসাইকেল কিনে তাতে চা বিক্রি শুরু করেন। রনিও হয়ে উঠেন সবার পরিচিত মুখ।
সেই সময়ে রনির এমন ঘটনা সোশ্যাল মিডিয়াতেও বেশ সাড়া ফেলে। আর সেই জনপ্রিয়তার উপর ভর করে হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হয়েছেন তিনি।
রনি জানান, হাটে-বাজারে ভ্রাম্যমাণ চা বিক্রির ফলে মানুষের কাছে যাওয়ার সুযোগ হয়েছে তার। আর যেসব মানুষ তার চা পান করেন, তারাই তাকে ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন। তারাই তার নির্বাচনী খরচ বহন করছেন।
নির্বাচনে ৮ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে রনির অবস্থান ভালো, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। তারা বলছেন, রনি এলাকার ভালো ছেলে। তার মধ্যে ভালো কিছু করার চিন্তা আছে। এ কারণে তাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেয়া হয়েছে।
নারী ভোটারদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে ভ্রাম্যমাণ চা বিক্রেতা রনি। তারা বলছেন, চা বিক্রেতা হলেও এলাকার মানুষের বিপদে-আপদে দাঁড়ান রনি। ডাক দিলেই তাকে পাওয়া যায়। এ কারণে তারাও তার পাশে আছেন।
আগামী ১৭ জুলাই হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে ১০ জন ও সংরক্ষিত আসনে সদস্য পদে ১৯ জন এবং সাধারণ আসনে সদস্য পদে ৫৫ জন। মোট ৮৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। রনির ওয়ার্ডে মোট ভোটার দুই হাজার ১০০। তার প্রতীক ঘুড়ি।