সিনেম্যাটিক স্টাইলে মেসির প্রোমো প্রকাশ
সাদাকালো নিউজ
লিওনেল মেসিকে আজ রোববার সন্ধ্যায় দর্শকদের সামনে উপস্থাপন করবে ইন্টার মায়ামি। তার আগে স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে উপস্থাপনার একটি সিনেম্যাটিক প্রোমো ছেড়েছে মায়ামি। এরপর মেসির ছবি এবং সবশেষ মেসিকে নিয়ে একটি গান।
প্রোমোতে দেখা যায় একজন হুডি পরা আর্টিস্ট রং-তুলি নিয়ে (স্প্রে) মাঠে প্রবেশ করেন। মাঠের মাঝখানে রাখা আছে একটি ক্যানভাস। সেখানে তিনি মায়ামির গোলাপী রঙে দারুণ নকশা করে মেসির নাম লিখেন।
এরপর জ্বলে ওঠে লাইট। মায়ামির জার্সি পরা মেসি দাঁড়িয়ে। সামনে ঘুরে তিনি স্প্যানিশ ভাষায় বলেন Sí, muchachos. Nos vemos en miami (‘হ্যালো বয়েজ, দেখা হবে মায়ামিতে।)’
এরপর দারুণ নকশা করে লেখা মেসির নামের ক্যানভাসের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি শেয়ার করে মায়ামি। সবশেষ তাকে নিয়ে লেখা একটি গান শেয়ার করে।
শনিবার ক্লাবটি জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত মায়ামির সাথে চুক্তি করেছেন ৩৬ বছর বয়সী মেসি। বাৎসরিক তিনি ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন মেজর লিগ সকারের ক্লাবটির কাছ থেকে।
আগামী শুক্রবার মিয়ামির হয়ে মাঠে নামবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।