মেসি পরীক্ষার আগে উজ্জীবিত ওচোয়া
সাদাকালো নিউজ
মেক্সিকোর গোলকিপার গুইলেরমো ওচোয়া। নিজ দেশের গোলপোস্টের অতন্দ্র প্রহরী। কাতারে বিশ্বকাপের প্রথম ম্যাচে পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কির পেনাল্টি রুখে দিয়ে ড্র ম্যাচের নায়ক তিনি। এবার তার সামনে লিওনেল মেসি পরীক্ষা। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে আটকানোর চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে ওচোয়া কিন্তু নির্ভার। আর্জেন্টিনার বিপক্ষে শনিবারের ম্যাচের আগে তিনি বেশ উজ্জীবিত।
আর্জেন্টিনার জন্য মেক্সিকো ম্যাচটি বাঁচামরার। মেক্সিকানদের বেলাতেও প্রায় একই সমীকরণ, তবে পোলিশদের সঙ্গে ড্র করে কিছুটা সুবিধাজনক অবস্থানে তারা। এবার সৌদি আরবের মতো তারাও আর্জেন্টিনাকে দ্বিতীয় অঘটনের স্বাদ দিয়ে বিদায় করতে চায়।
পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা ওচোয়া ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা লড়তে ও উঠে দাঁড়াতে প্রস্তুত। মেসির সেই জাদু আছে, সে কোনও কিছু না করেও পরের মিনিটে ঘুরে দাঁড়িয়ে গোল করতে পারে।’
৩৭ বছর বয়সী গোলকিপার মেসির বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে উদ্বুদ্ধ, ‘এটা হতে যাচ্ছে সুন্দর চ্যালেঞ্জ। খুব জটিল হতে যাচ্ছে এটা কিন্তু বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারে!’
সেরা দলের বিপক্ষে নিজেকে পরীক্ষা করার জন্য বিশ্বকাপকে আদর্শ মঞ্চ মনে করেন ওচোয়া, ‘আমি পছন্দ করি না যে, ‘আমি ওমুক দলের বিপক্ষে খেলতে চাই না কারণ তারা খুব কঠিন। উল্টো আমি বিশ্বকাপে তাদের বিপক্ষে খেলতে চাই। আমি ভালো খেলা খেলে তাদের হারাতে চাই।’