স্বামীর সঙ্গে মালদ্বীপ ভ্রমণে যা করছেন সানা খান
সাদাকালো নিউজ ডেস্ক
সাবেক ভারতীয় অভিনেত্রী সানা খান। ছেড়ে দিয়েছেন অভিনয়। স্বামী মুফতি আনাসের সঙ্গে মালদ্বীপে অবকাশ যাপন করছেন তিনি।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণের খবরে জানা যায়, মালদ্বীপ থেকে দারুণ সব স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন সানা খান। সেখানে তাঁদের অন্তরঙ্গ কিছু মুহূর্ত নেটিজেনদের নজরে এসেছে। সানার সাজ মুগ্ধ করেছে তাঁর ভক্তদের। দারুণ সব ছবি তোলার জন্য স্বামীকে ক্রেডিট দিতে ভোলেননি সানা।
গত বছরের অক্টোবর মাসে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন সাবেক অভিনেত্রী সানা খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।
কারণ তিনি ইসলামের কাছে সমর্পণ করতে চান নিজেকে৷ এর মাসখানেক পরেই গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পরেই নিজের নাম পরিবর্তন করে রাখেন সানা খান।
২০১২ সালে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন।
প্রায় ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় গেছে তাঁকে। পাঁচটি ভাষার চলচিত্রে অভিনয় করেছেন সাবেক অভিনেত্রী সানা।