মিরাজের জোড়া আঘাতে বিপর্যয়ে ইংল্যান্ড
সাদাকালো নিউজ
উইকেটে ছিলেন দুই বাঁহাতি স্যাম কারান আর বেন ডাকেট। দু’পাশ থেকেই তাই ডান হাতি স্পিনার আক্রমণে আনছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেনদেরও দেখা গেল বোলিংয়ে। শেষমেশ সেই ম্যাচ আপ থেকেই উইকেটটা এলো। মেহেদি হাসান মিরাজ প্রথমে ফেরালেন স্যাম কারানকে। এরপর ক্রিস ওকসেরও হলো সেই একই পরিণতি!
ডাকেট আর কারানের জুটিটা জমে গিয়েছিল মোটামুটি। ৩১ বলে করে ফেলেছিল ৩৪ রান, প্রস্তুতি ছিল শেষের ঝড়ের। তবে সে ঝড়টা আর তোলা হলো না মিরাজের আঘাতে। ইনিংসের ১৫তম ওভারে আক্রমণে আসা তার বলে কারান এগিয়ে আসছিলেন সামনে। তা দেখেই ওভারের দ্বিতীয় বলে দিলেন একটু গতি। সেটা মিস করতেই হলেন লিটন দাসের স্টাম্পিংয়ের শিকার।
এক বল বাদে নতুন ব্যাটার ওকসও একইভাবে দেখলেন সাজঘরের পথ। ৯১ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে ফেলে দলটি। বড় স্কোরের সম্ভাবনা যাও ছিল তাদের, সেটাও তাতে কমে এলো আরও।