
মিরাজও গেলেন, ৮ উইকেট নেই বাংলাদেশের
মিরাজের বিদায়ে আরও বিপদে বাংলাদেশ
যশপ্রীত বুমরাকে দ্বিতীয় ইনিংসে প্রথম উপহার দিয়ে বিদায় নিলেন মেহেদী হাসান মিরাজ। গুড লেংথ বলটিতে মিরাজের ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে। ৮ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের রান তখন ১১৮। ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে মাত্র ৬৫ রানে।
এবার শূন্য রানে আউট সাকিব
৩ উইকেটে ৯১ রান থেকে ৭ উইকেটে ৯৪। একে একে আউট হলেন নাজমুল, সাদমান, লিটন ও সাকিব। সাদমান ছাড়া বাকি তিনজনই ফিরেছেন জাদেজার বলে। সর্বশেষ জাদেজার বলে তাঁর হাতেই সহজ ক্যাচ তুলেছেন সাকিব।
যেখান থেকে ব্যাটিং ধ্বসের শুরু
জাদেজার টার্ন অ্যান্ড বাউন্সে নেই লিটন
লিটনকে অফ স্টাম্পের বাইরে বল করছিলেন জাদেজা। ওভারের শেষ বলটিও ছিল একইরকম। পার্থক্য শুধু টার্ন অ্যান্ড বাউন্সে। বাড়তি টার্নে ও বাউন্সে লিটনের গ্লাভসে লেগে বল যায় পন্তের হাতে। ১ রান করেই ফিরেছেন লিটন। ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৪। লিড ৪২ রানের।
ফিরলেন সাদমান
প্রথম ঘণ্টা ছিল বাংলাদেশের। তবে এরপরই নাজমুল ও সাদমানের উইকেট হারাল বাংলাদেশ। আকাশ দীপের বলে অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে জয়সোয়ালের হাতে ক্যাচ দেন সাদমান। বাংলাদেশের রান ৫ উইকেটে ৯৩।
সাদমানের ফিফটি
শুরুটা ভালোই করছিলেন। তবে ইনিংসটা বড় করতে পারছিলেন না সাদমান ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলার পর সিরিজের দ্বিতীয় টেস্ট ও ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে তাঁর রান ছিল যথাক্রমে—১০, ২৪,২, ৩৫।
কানপুর টেস্টের প্রথম ইনিংসেও করেছিলেন ২৪ রান। দ্বিতীয় ইনিংসে এসে ফিফটির দেখা পেয়েছেন সাদমান। ইতিবাচক ক্রিকেট খেলেই পেয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ভারতের মাটিতে টেস্টে বাংলাদেশের কোনো ওপেনারের এটিই প্রথম ফিফটি।
বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯১ । লিড ৪১ রানের।
রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড নাজমুল
দারুণ খেলছিলেন নাজমুল। সাদমানের সঙ্গে গড়েছিলেন ৫৫ রানের জুটি। এমন পরিস্থিতিতে জাদেজার বলে রিভার্স সুইপ খেলতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটে বলে হয়নি, বল আঘাত করল স্টাম্পে। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯১ রান।
বাংলাদেশের ভালো শুরু
২ উইকেটে ২৬ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের প্রথম ঘণ্টা শেষে সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ৮৯ রান। ৪৭ রানে ব্যাটিং করছেন সাদমান। নাজমুল অপরাজিত ১৯ রানে।
বাংলাদেশের লিড
রান করাটা কঠিন, তবে কানপুরের এই উইকেটে পঞ্চম দিনে রান করা অসম্ভব নয়। বাংলাদেশও ইতিবাচক ক্রিকেট খেলছে। প্রথম সেশনে এখন পর্যন্ত খেলা হয়েছে ৯ ওভার। মুমিনুলের উইকেট হারালেও রান উঠেছে ৩১। ভারতের ৫২ রানের লিড টপকে বাংলাদেশ এগিয়ে এখন ৫ রানে। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৭ রান।
যেভাবে আউট হলেন মুমিনুল
দিনের প্রথম ওভারে লেগ স্লিপ রাখেননি রোহিত শর্মা। পরিকল্পনার পরিবর্তন করে অশ্বিনের করা দ্বিতীয় ওভারে মুমিনুলের জন্য রাখলেন লেগ স্লিপ। অশ্বিনের লেগ স্টাম্পের বাইরে পিচ করা বলটিতে পছন্দের সেই সুইপ খেলতে গিয়ে মুমিনুল ধরা পড়লেন সেখানেই। দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল। ক্রিজে এসেছেন নাজমুল হোসেন।
সুইপে দিন শুরু বাংলাদেশের
প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন একের পর এক সুইপ করে। দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনের শুরুটাও মুমিনুল হক করেছেন সুইপ করে। দিনের প্রথম রানটাও এসেছে সুইপ করেই। রবিচন্দ্রন অশ্বিনের করা প্রথম ওভার থেকে এসেছে ৫ রান। পরের ওভারে যশপ্রীত বুমরার ওভার থেকেও এসেছে ৫ রান। প্রথম দুই ওভারে দুটি বাউন্ডারি পেয়েছেন সাদমান ইসলাম। বাংলাদেশের রান ২ উইকেটে ৩৬।