মার্ক চাপম্যানের বিধ্বংসী সেঞ্চুরিতে জয় পেল নিউজিল্যান্ড
সাদাকালো নিউজ
সিরিজের একমাত্র ওয়ানডেতে স্কটল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে জেতার পর ওয়ানডে সিরিজও ১-০ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা। মার্ক চাপম্যানের বিধ্বংসী সেঞ্চুরিতে এই জয় পেয়েছে নিউজিল্যান্ড।
টস জিতে আগে ব্যাটিং করে ৪৯.৪ ওভারে ৩০৬ রান করে স্কটল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন মাইকেল লিস্ক। ৫৫ বলে খেলা এই ইনিংসে ছিল নয়টি চার ও চারটি ছক্কার মার। এ ছাড়া উইকেটরক্ষক ম্যাথু ক্রসের ব্যাটে আসে ৫৮ বলে ৫৩ রানের ইনিংস। ওপেনার মাইকেল জোনস করেন ৩৬ রান। শেষদিকে মার্ক ওয়াট ৩১ ও সাফিয়ান শরিফ ২৮ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি এবং মাইকেল ব্রেসওয়েল তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন লকি ফার্গুসন। একটি করে উইকেট নেন ব্লেয়ার টিকনার এবং ড্যারিল মিচেল।
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৮ রান করে কিউইরা। ৪৮ বলে ৫০ রান করে হামজা তাহিরের বলে ফিরে যান ফিন অ্যালেন। তারপর ৪৭ রানের জুটি গড়েন মার্টিন গাপটিল এবং ডেন ক্লেয়াভার। গাপটিল ৪৭ রানে ফিরে যাওয়ার এক ওভার পর ফিরে যান ৩২ রান করা ক্লেয়াভারও। দুজনকেই ফেরান লিস্ক। এরপর ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দল জেতান চাপম্যান এবং মিচেল। ৭৫ বলে ছয়টি চার এবং সাতটি ছক্কায় ১০১ রান করেন চাপম্যান। মিচেলের ব্যাটে আসে ৭৪ রানের ইনিংস, যেখানে আটটি চার ও একটি ছক্কার মার ছিল।