মানুষের সঙ্গে প্রতারণা করে এই সরকার টিকে আছে: ফখরুল
সাদাকালো নিউজ
নির্বাচন কমিশনের (ইসি) আগাম নির্বাচন অনুষ্ঠানের যে প্রস্তুতি নেওয়ার কথা বলেছে, সেটিকে সরকারের আগের মতো নির্বাচিত হওয়ার কৌশল মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসব কৌশল জনগণ আর সফল হতে দেবে না উল্লেখ করে তিনি বলেছেন, ‘এবার জনগণ প্রতিরোধ গড়ে তুলে আপনাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে।’
শনিবার (১ এপ্রিল) বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত দুপুর ২টা থেকে শুরু হওয়া দুই ঘণ্টার অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
গত বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সংবিধান অনুযায়ী সময়ে যেন নির্বাচন করতে পারি, সে বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখব। সংবিধানে নির্দিষ্ট সময়ের আগেও নির্বাচন হতে পারে এমন প্রভিশন আছে। নির্দিষ্ট সময়ের দু-এক মাস আগে ভোট হলেও নির্বাচন করার প্রস্তুতি যেন ইসির থাকে।’
বিএনপি মহাসচিব এ প্রসঙ্গ উত্থাপন করে বলেন, “আপনারা লক্ষ্য করেছেন, বৃহস্পতিবার ইলেকশন কমিশন অফিসে মিটিং হয়েছে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ‘নির্বাচনের জন্য সব ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে আগাম নির্বাচনের জন্যও ব্যবস্থা গ্রহণ করব।’ তারা ভিন্ন কৌশল নিতে চায় যে, আগে আগে নির্বাচন করে গোটা জাতিকে বোকা বানিয়ে আগের মতো নির্বাচিত হতে চায়।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এবার জনগণ আপনাদের আর কোনো কৌশলকে সফল হতে দেবে না। আপনাদের কোনো ফাঁদে পা দেবে না। এবার জনগণ প্রতিরোধ গড়ে তোলে আপনাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে।’
বিএনপি মহাসচিব জার্মান কবি মার্টিন নিম্যোলারের বিখ্যাত কবিতা ‘ফার্সট দে কেইম’ (বাংলায় ‘ওরা প্রথমত এসেছিল’) আবৃত্তি করে বলেন, আজকে এই অবস্থা হয়েছে, যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে এক এক করে ধরে নিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, গুম করছে, হত্যা করছে। শ্রমিকদের ধরে নিয়ে গিয়ে গুম করেছে, হত্যা করেছে। ভিন্নমতকে গুম করেছে, হত্যা করেছে।’
তিনি বলেন, ‘আমরা আছি বলে কথা বলছি। এ দেশের মানুষ কথা বলছে। সব মানুষের কাছে সতর্কবাণী উচ্চারণ করতে চাই- বন্ধুগণ সজাগ হোন, সতর্ক হোন। যারা আজকে অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য ভিন্নমতধারণকারী লোকজনকে হত্যা করছে, গুম করছে, কারাগারে নিক্ষেপ করছে, তাদের হাত থেকে আপনারাও মাপ পাবেন না। একদিন আপনাদেরকেও ধরবে। এখন আমাদের দায়িত্ব সকলে মিলে প্রতিরোধ গড়ে তোলা। এরা সহজে যাবে না।’