মাঝরাতে কুকুর কাঁদে কেন?
সাদাকালো নিউজ
কান্নার সঙ্গে বেদনার সম্পর্ক রয়েছে। সেটি যে প্রাণীরই হোক না কেন। খেয়াল করলে দেখবেন, প্রায়ই মাঝরাতে কুকুররা রাস্তায় চিৎকার করে। কখনো এরা ঘেউ ঘেউ করে। আবার কখনোবা কাঁদে। মাঝরাতে কুকুরের কান্নাকে যে কেবল হৃদয়বিদারক ভাবা হয়, তেমনটা নয়। একে অশুভ লক্ষণও মনে করা হয়।
মাঝরাতে যখন চারপাশে শান্তি বিরাজ করে তখন শুরু হয় কুকুরের ঘেউ ঘেউ বা কান্নার আওয়াজ। এতে যে কেবল আমাদের ঘুম ভাঙে তা নয়। মনে ভর করে অজানা আতঙ্ক। অনেকেই মধ্যরাতে কুকুরের কান্না করাকে অশুভ মনে করেন।
অনেকেই বিশ্বাস করেন, মাঝরাতে কুকুর কান্না করার মানে কোনো বিপদ আসন্ন। বিশেষ করে এর সঙ্গে কারো মৃত্যুর সংযোগ রয়েছে। এছাড়াও অনেকে বিশ্বাস করেন যে কুকুর আত্মা ও জ্বীন দেখতে পায়। এজন্যই কান্না বা চিৎকার করে। তবে বিজ্ঞানীরা কুসংস্কার ও প্রচলিত ধারণাগুলো একদমই মানেন না।
গবেষণা অনুযায়ী, যদি কোন কুকুর পুরনো এলাকা ছেড়ে নতুন এলাকায় ঢুকে পড়ে কিংবা বিপথগামী হয়, তবে তারাও মানুষের মতো দুঃখী হয়ে পড়ে। এই দুঃখে তারা রাতে কান্নাকাটি শুরু করে। আবার অনেক কুকুর পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রায় মাঝরাতে কাঁদে। বিশেষ করে তারা যদি কোনো বাড়িতে পালিত কুকুর হয়, তাহলে তাদের ব্যথার পরিমাণ অনেক বেশি হয়।
অনেক সময় কুকুরের আঘাত লাগলে কিংবা স্বাস্থ্য ভালো থাকলে রাতের বেলা কান্নাকাটি শুরু করে। বিজ্ঞানীদের বলছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কুকুরের ভয় বাড়ে। এই ভয়ের কারণে তারা একাকীত্ব অনুভব করে কান্নাকাটি করে। সম্ভবত তাদের যেসব সঙ্গী পৃথিবী ছেড়ে চলে গেছে তা ভেবেই তারা দুঃখ পায়।