মা হচ্ছেন সোনম কাপুর, জানালেন নিজেই
নাফিজা আক্তার
বিয়ের চার বছর পর সুখবর দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তার কোলজুড়ে আসছে সন্তান। ২১ মার্চ সকালে ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে খবরটি জানিয়েছেন অভিনেত্রী।
ছবিতে দেখা গেল, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে আছেন সোনম। পেটে রেখেছেন দুই হাত। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন সোনম কাপুর-এ প্রশ্ন অনেকের। হ্যাশ ট্যাগে এ অভিনেত্রী লেখেন, ‘আমার প্রতিটি দিন অসাধারণ কাটছে। এই শরতে আসছে সে।’
সোশ্যাল মিডিয়ায় এ খবর প্রকাশের পর ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকা সোনমকে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন জানভি কাপুর, শ্রেয়া ঘোষাল, ডাব্বু রত্নানি।
ভারতীয় পত্রিকা আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে লন্ডনের নটিং হিলে রয়েছেন সোনম ও তার স্বামী আনন্দ। সেখানে নিজস্ব বাংলোতেই বসবাস করছেন তারা।