মন গলেনি এমিলির
সাদাকালো নিউজ
হলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী এমিলি ব্লান্ট। ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয়ে তার জুড়ি মেলা ভার। এখন পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। সেগুলো হয়েছে ব্যবসা সফলও। তার অভিনীত ‘জিডনস ডটার’ থেকে শুরু করে ‘দ্য ডেভিলস অয়ারস প্রাডা’ প্রতিটি সিনেমায় তিনি ছিলেন অনবদ্য। কিন্তু সাফল্য কখনও কখনও সমস্যার কারণ হয়। তেমনই একটি সম্যসার মুখোমুখি হয়েছিলেন এমিলি ব্লান্ট।
হলিউডে ডোয়াইন জনসন বেশ বড় নাম। রেসলিংয়ের বাউন্ডারি থেকে বেরিয়ে হলিউডের অন্যতম ব্যবস সফল সিনেমার অভিনেতা তিনি। ২০২১ সালে মুক্তি পায় তার অভিনীত হিট সিনেমা ‘জঙ্গল ক্রুজ’। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন এমিলি ব্লান্ট। তবে সম্প্রতি সিনেমাটি ঘিরে উঠে আসে নতুন তথ্য।
জানা যায়, এ সিনেমায় এমিলিকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। ডিজনির প্রধান সেন বিলি এ প্রস্তাব নিয়ে যান অভিনেত্রীর কাছে। কিন্তু এমিলি ছবিতে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দেন। পরে আবারও তার কাছে প্রস্তাব পাঠানো হয় অভিনয়ের জন্য। কিন্তু এমিলি জানান, তিনি ছবিটির স্ক্রিপ্ট পড়ে দেখতে রাজি নয়। এ ঘটনায় বেশ অবাক হয়েছিলেন ডিজনি কর্তৃপক্ষ।
তখন ডোয়াইন জনসন নিজের ঘাড়ে দায়িত্ব নেন এমিলিকে ছবিতে অভিনয়ের জন্য রাজি করাতে। সে জন্য এ অভিনেতা নিউইয়র্কে উড়ে যান সরাসরি কথা বলতে। তবে সেবারও এমিলিকে রাজি করানো যায়নি।
এ বিষয়ে ডোয়াইন জানান, ‘এমিলিকে পর্দায় দেখতে পাওয়া সব সময় বিশেষ কিছু। তাকে যখন কোনো টক শোতে দেখি, তার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়।’
পরে অবশ্য ডোয়াইন ভিডিওকলে এমিলিকে ছবিতে অভিনয়ের জন্য রাজি করান বলে জানান। তিনি বলেন, ‘যখন ভিডিওকলে তার সঙ্গে কথা হয় সে সময় সে ছবিতে অভিনয় করবে না বলে জানায়। কিন্তু এ সিনেমায় তার গুরুত্ব কতটা তা আমাকে বোঝাতে বেশ বেগ পেতে হয়েছিল। ভাগ্য ভালো, সে রাজি হয়েছিল।’
প্রসঙ্গত, ২০২১ সালে ‘জঙ্গল ক্রুজ’ সিনেমাটি প্রায় ২০০ মিলিয়ন ব্যয়ে নির্মাণ করা হয়। ছবিটি দারুণ ব্যবসা সফল হয়।