ভোটে না জিতেও সমিতির নেতা নায়িকা নিপুন!
শরীফুল ইসলাম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা নিপুন আক্তারের মধ্যে লড়াই চলছে। প্রথম দিকে সেটা কেবল ভোটের লড়াই ছিলো, কিন্তু এখন সেটা আদালতে। দু‘জনেই সমিতির সাধারণ সম্পাদক পদের দাবিদার। কিন্তু কে বসবেন চেয়ারে, তা নিয়ে চলছে দ্বন্দ্ব। ১৯৮৪ সালের ৯ জুন কুমিল্লায় জন্মগ্রহণ করেন নাসরিন আক্তার নিপুন। ১৯৯৯ সালে উচ্চমাধ্যমিকের পর তিনি রাশিয়া চলে যান। মস্কোতে নিপুন ২০০৪ পর্যন্ত পড়ালেখা করেন। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অভিনয়ের পাশাপাশি নিজস্ব একটি পার্লার পরিচালনা করেন তিনি। টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন অভিনেত্রী নিপুন।
এবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের দাবিদার নিপুণ। এর আগেও হতে চেয়েছিলেন সভাপতি। কিন্তু পরিস্থিতি অনূকুলে না থাকায় নির্বাচনেই দাঁড়াননি। তবে ২০১৭ সালে একবার শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বিনাভোটে নেতা হন তিনি। অনেকটা হাতে ধরেই নিপুণকে শিল্পী সমিতির পদে বসান তৎকালীন সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান।
২০১৭ সালের ১১ অক্টোবর শপথ নেয়ার সময় নিপুন বলেন, ‘আমি কখনো কোনো নির্বাচনে অংশ নিইনি। কারও প্রতিনিধিও নই। আমি সভাপতি মিশা সওদাগরসহ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যের অনুরোধে এখানে এসেছি এবং শপথ নিয়েছি।’ শপথ নেয়ার পর নিপুন বলেন, ‘চলচ্চিত্রশিল্পীরা এই শিল্পকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছি। আমিও শুরু থেকেই এর যুদ্ধে সবার সঙ্গে আছি। আজ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শপথ গ্রহণের মাধ্যমে চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলাম।’