বিয়ে করেছেন সোনাক্ষী-সালমান!
নাফিজা আক্তার
বলিউডের ভাইজান সালমান খান বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রয়েছেন। প্রতিদিনই সালমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নতুন নতুন খবর। কয়েকদিন আগে বি-টাউনে খবর রটেছিলো হলিউড অভিনেত্রী সামান্থা লকউডের সঙ্গে প্রেম করছেন সালমান খান।
এবার খবর রটেছে, বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও সালমান খান বিয়ে করেছেন। এমনকি তাদের বিয়ের কিছু ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সালামান খান গোপনে সোনাক্ষী সিনহাকে বিয়ে করেছেন! ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা গেছে, সালমান এবং সোনাক্ষী বিবাহিত।
এও জানা গেছে, সালমান খান এবং সোনাক্ষী সিনহা কেউই বিয়ে করেননি। এমনকি দুজনের মধ্যে বিয়ের বিষয়ে কোন কথাও হয়নি। এছাড়া সোনাক্ষী সিনহা ও সালমান খানের মধ্যে তেমন কোনো সম্পর্কও নেই।
সোনাক্ষী এবং সালমান দুজনেই আগে ভালো বন্ধু ছিলেন এবং আজও ভালো বন্ধুই আছেন। ক্যাটরিনা কাইফের বিয়ের পর সালমান খানকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ট্রোলড করা হচ্ছিল। এদিকে সোশ্যাল মিডিয়ায় এই গুজব ছড়ানো হয়েছিল যে, ক্যাটরিনা কাইফের বিয়ের পর সালমান খান সোনাক্ষী সিনহাকে বিয়ে করেছেন। তবে তা একেবারেই মিথ্যা খবর।
যদিও কিছুদিন আগে শোনা গিয়েছিল, সোনাক্ষী সিনহা খুব শিগগিরই সালমান খানের খুব কাছের এক আত্মীয়কে বিয়ে করতে চলেছেন। যদিও এই খবর সোনাক্ষী সিনহা বা তার পরিবারের কেউই নিশ্চিত করেননি।
বিয়ের পিঁড়িতে এখনো বসেননি সুপারস্টার সালমান খান। যার প্রেমের ইতিহাস বেশ লম্বা। বহুবার বহু নায়িকার সঙ্গে জড়িয়েছে তার নাম। কখনও বলিউড নায়িকার প্রেমে আবার কখনও হলিউড নায়িকার।