বিয়ে করছেন মেহজাবীন, পাত্র হচ্ছেন কে?
Loading advertisement...
Preload Image
Up next

আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে: আইনমন্ত্রী

Cancel
Auto Next
0 Comments

বিয়ে করছেন মেহজাবীন, পাত্র হচ্ছেন কে?

নাফিজা আক্তার

গত কয়েক বছর ধরেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রীর অধিকাংশ কাজই দর্শক গ্রহণ করেছে। তবে তার ব্যক্তিগত জীবন বরাবরই কাজের আড়ালে থেকে গেছে। বিভিন্ন সময় নানা ধরনের গুঞ্জন উঠলেও সেগুলো কখনো পরিষ্কার করেননি এই অভিনেত্রী।

গত বছর নভেম্বরে অভিনেত্রী জানিয়েছিলেন, দুই মাস কোনো নাটকে অভিনয় করবেন না। তার এমন সিদ্ধান্তে চিন্তায় পড়ে গিয়েছিলেন তার অনুরাগীরা। চাহিদার এমন ভরা জোয়ারের সময় হঠাৎ ভাটার টান তৈরি করলেন কেন নায়িকা? তবে কি তিনি বিয়ে করেছেন?

ব্যাপারটা মেহজাবীন নিজেই খোলাসা করেছেন। দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যে শুধু নাটকেই অভিনয় করি তা তো নয়, বিজ্ঞাপনচিত্রও করি। এছাড়া আমি দুটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূতও। এই দুই মাস নাটক থেকে বিরতি নিয়ে আমি বিজ্ঞাপনচিত্র করেছি। কারণ বিজ্ঞাপনের কাজ করতে হয় নিখুঁতভাবে।

সম্প্রতি কক্সবাজারে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন নির্মাতা আদনান আল রাজীব। এরপর থেকেই গুঞ্জন উঠে, এই জুটি বিয়ে করে ফেলেছেন। আবার অনেকই বলছেন না এখনো সম্পর্কটা প্রেমের পর্যায়েই রয়েছে। এর আগেও দুজনকে শপিং মলে হাত ধরে হাঁটতে দেখা গেছে। মিডিয়া অবশ্য দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দিলেও মেহজাবীন এর দায় নিতে ইচ্ছুক নন।

সম্পর্ক রয়েছে কি নেই এই নিয়ে বলতে রাজি না হলেও বিয়ের বিষয়ে স্পষ্ট করেছেন অভিনেত্রী। তিনি বলেন, দুই-তিন বছরের মধ্যেই বিয়েটা করে ফেলব। এর আগে মনোযোগটা অভিনয়েই রাখতে চাই।