বিশ্বকাপজয়ী মার্টিনেজের আত্মঘাতী গোলে ভিলাকে হারিয়ে শীর্ষে আর্সেনাল
সাদাকালো নিউজ
ম্যাচের ফেভারিট আর্সেনাল হলেও অ্যাস্টন ভিলা তাদের ছেড়ে কথা বলেনি। খেলার ৬১ মিনিট পর্যন্ত ২-১ এ লিড ধরে রেখেছিল দলটি। কিন্তু বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আত্মঘাতি গোলে জয়ের হাসি হেসেছে আর্সেনাল।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভিলা পার্কে অতিরিক্ত সময়ের দুই গোলে ৪-২ এ জিতেছে আর্সেনাল। এই জয়ের মধ্য দিয়ে আবারও শীর্ষস্থানে উঠে এসেছে মিকেল আর্তেতার দল। একই ম্যাচ খেলে তিন পয়েন্ট পেছনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথম পাঁচ মিনিটেই ওলি ওয়াটকিন্সের গোলে এগিয়ে যায় ভিলা। বুকায়ো সাকার গোলে সমতা আনে আর্সেনাল। এরপর ৩০ মিনিটের মাথায় ফিলিপ্পে কৌতিনিয়োর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ওলেক্সান্তার জিনচেঙ্কোর গোলে ২-২ গোলো সমতা আনে আর্সেনাল। খেলার শেষ মুহূর্তে জর্জিনহোর শট ক্রসবার লেগে গোলকিপার মার্টিনেজের মাথায় লেগে আত্মঘাতি গোল হয়।
খেলায় যোগ করা সময়ে কর্নার কিকে গোলপোস্ট ছেড়ে আর্সেনালেল গোলপোস্টে চলে আসেন মার্টিনেজ। বল বিপদমুক্ত হলে ফাঁকা জালে বল জড়ান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।