বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেলেন আর্চার দিয়া
সাদাকালো নিউজ
বাংলাদেশের নারী আর্চার দিয়া সিদ্দিকী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) সর্বোচ্চ ফলাফল ‘এ প্লাস’ অর্জন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফলাফল জানিয়েছেন দিয়া নিজেই।
বাংলাদেশি নারী আর্চারদের মধ্যে দিয়া বেশ সফল নিজের ক্রীড়াক্ষেত্রে। ২০২১ সালের ২৩ শে মে, তিনি রোমান সানার সাথে ২০২১ সালের তীরন্দাজী বিশ্বকাপে রিকার্ভ মিশ্র দল বিভাগে রৌপ্যপদক জয় করেছিলেন যেখানে ফাইনালে বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে হেরে যায়। এটি এখনও পর্যন্ত তীরন্দাজি বিশ্বকাপে বাংলাদেশের সেরা ফলাফল।
নীলফামারী থেকে উঠে আসা এই তীরন্দাজ নিজের এইচএসসি পরীক্ষা দিয়েছেন ঢাকা বোর্ডের অধীনে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সাভার শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন এই নারী আর্চার।