বিকাশের ১০ বছরের কাজ ৩ বছরে করেছে নগদ: প্রতিমন্ত্রী পলক
সাদাকালো নিউজ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাত্র তিন বছরে বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছে নগদ। এই বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হতে বিকাশের দশ বছর সময় লেগেছিল।
মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মেঘনা ব্যাংকের এমএফএস ‘মেঘনা পে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
নগদকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এমএফএস বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন এমএফএস খাতে সারা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের জন্য সময়টা এখন কম্পিটিশনের নয় বরং কোলাবরেশনের। তাই, বাজারে নতুন আসা এমএফএস সেবা, মেঘনা পে-এর পাশে থেকে, বাজারের মনোপলি ভাঙার জন্য কাজ করে যেতে চায় নগদ।