বাশারকে ছাড়িয়ে গেলেন সাকিব
সাদাকালো নিউজ
২০০৭ সাল থেকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দীর্ঘ ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে সাকিব খেলেছেন মাত্র ৬৬টি ম্যাচ।
মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের ৬৬তম টেস্ট ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন দেশের ক্রীড়াঙ্গনের এই মহাতারকা। আর এদিন টেস্ট অধিনায়ক হিসেবে এক মাইলফলকে নাম লিখিয়েছেন এই পোস্টারবয়।
এদিন আইরিশদের বিপক্ষে টস করতে নেমে সাকিব টপকে গেছেন টাইগারদের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারকে। নিজের ক্যারিয়ারে ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত টাইগারদের ১৮টি টেস্ট ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন বাশার।
ক্যারিয়ারের ১৯তম টেস্টে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে সাকিব ছাড়িয়ে গেলেন টাইগারদের এই নির্বাচককে। আর এই টেস্টের মধ্য দিয়ে সাকিব এখন বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার।
তবে বাংলাদেশের হয়ে ৩৪ টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে সবার উপরে রয়েছেন মুশফিকুর রহিম। এর মধ্যে তার অধীনে ৭ ম্যাচে জিতেছে বাংলাদেশ। ৯ ড্রয়ের সঙ্গে হার ১৮ ম্যাচে।
অন্যদিকে সাকিবের অধীনে ১৫ টেস্টেই হার দেখেছে টাইগাররা, আর জয় তিন ম্যাচে। এ ছাড়া হাবিবুল বাশারের অধীনে ১৩ পরাজয়ের বিপরীতে জয় মাত্র এক ম্যাচে। আর ড্র হয়েছে ৪ ম্যাচে।