বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪
সাদাকালো নিউজ
বান্দরবানের রোয়াংছড়িতে জেএসএস ও মগবাহিনীর গোলাগুলিতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৬ মার্চ) এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জেরিন আক্তার।
আজ সকালের দিকে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী মোংবাইপাড়া এলাকার গভীর জঙ্গল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।