বাংলাদেশের অবৈধভাবে চলছে সাপের বিষের রমরমা ব্যবসা!
সাদাকালো নিউজ ডেস্ক
বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির হিসাবে, বাংলাদেশে ৮০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে ছয় ধরনের সাপ বিষধর। বৈধভাবে বিষ সংগ্রহের জন্য ধরা ব্যবহার হয় চার প্রজাতির সাপ – গোখরো, রাসেল ভাইপার, পিট ভাইপার এবং শাখামুটে৷