বাংলাদেশকে বড় লিড এনে দিয়ে ফিরলেন মুশফিক
সাদাকালো নিউজ
সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম বাংলাদেশের সেরা জুটিগুলোর একটি। টেস্টে এই জুটিতে ভর করেই সর্বোচ্চ রান পেয়েছে টাইগাররা। এই ম্যাচেও দুজনের অনবদ্য বোঝাপড়ায় স্বাগতিক স্কোরবোর্ডে ১৫৯ রান ওঠে। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরত্বে সাকিব ফিরলেও, মুশফিক তুলে নিয়েছেন নিজের দশম সেঞ্চুরি। যার মাধ্যমে মিস্টার ডিফেন্ডেবল সাদা পোশাকে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি করা তামিমকে স্পর্শ করেছেন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বাগতিকদের লিড একশ পেরিয়েছে।
সাকিব আউট হলে মুশফিকের সঙ্গে যোগ দেন লিটন দাস। ধীরস্থির মুশফিকের সঙ্গে লিটন দ্রুত রান তুলতে থাকেন। ৮টি চারের বাউন্ডারিতে সাজানো তার ব্যাটিং থামে ৪৩ রানে। বেন হোয়াইটের বলে তিনি ক্যাচ দিয়ে ফেরেন। একপ্রান্ত মুশফিক আগলে রেখে অন্যপ্রান্তের ব্যাটাররা স্ট্রাইক করে খেলছেন। তবে দুর্দান্ত খেলতে থাকা মুশফিক থেমেছেন ১২৬ রানে। অ্যান্ডি ম্যাকব্রাইনকে উড়িয়ে মারতে গিয়ে তিনি কমিন্সে তালুবন্দী হন।