বধূ বেশে পালকি চড়ে এলেন নায়িকা পরীমণি
নাফিজা আক্তার
সন্ধ্যার হাত ধরে নেমেছে অন্ধকার। কিন্তু ওখানে অন্ধকার নেই। নানান রঙের আলোয় ঝলমল করছে পুরো অঙ্গন। কারণ আয়োজনটা বিশেষ। গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ার। একইসঙ্গে আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের বিবাহোত্তর সংবর্ধনা।
বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় হয়েছে ডাবল উপলক্ষ্যের এই আয়োজন। ‘গুণিন’ ছবির শুটিং করতে গিয়েই একে অপরের কাছাকাছি এসেছেন রাজ-পরী। করেছেন বিয়ে। এখন বাবা-মাও হতে যাচ্ছেন।
বাস্তবের মতো ‘গুণিন’ ছবিতেও স্বামী-স্ত্রীর চরিত্রে রাজ-পরী। রয়েছে বিয়ের দৃশ্য। তাই ছবির প্রিমিয়ারেও বধূ বেশে পালকিতে চড়ে অনুষ্ঠান স্থলে আসেন পরীমণি। আর সেই পালকি কাঁধে নেন তারই স্বামী শরিফুল রাজ। তিনি সাজেন বরের রূপে। আগামী ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গুণিন’। তার আগে প্রচারণার অংশ হিসেবে এই আয়োজন।
সিনেমার প্রচারণার জন্য এমন অভিনব কৌশল আগে কখনো দেখা যায়নি। তাই উপস্থিত সকলের নজর কাড়তে একটুও ভুল করেননি রাজ-পরী। নবদম্পতি মঞ্চে ওঠার পর ব্যাকগ্রাউন্ডে সজোরে বেজেছে বিয়ের গান। যেন সিনেমার প্রিমিয়ার নয়, এটি বিয়েরই আয়োজন।
‘গুণিন’ সিনেমার গল্প নেওয়া হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প থেকে। চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা নিজেই। এতে বাংলার আদিম এক সমাজের প্রেক্ষাপট দেখা যাবে। যেখানে পারিবারিক সম্পর্ক, কলহ এবং প্রেমের বিষয়গুলো থাকবে সমান্তরালভাবে।